সন্দীপ সরকার, কলকাতা: দিন কয়েক আগে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) শিবিরে দেখা গিয়েছিল এই ছবি। দলে যোগ দিয়েই ড্রেসিংরুমে ছোটখাট মন্দির বানিয়ে ফেলেছেন হার্দিক পাণ্ড্য। প্র্যাক্টিস শুরু করার আগে ঠাকুরের ছবিতে মালা পরিয়ে, নারকেল ফাটিয়ে, প্রসাদ বিতরণ করে প্রার্থনা করেছিলেন হার্দিক, মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মার্ক বাউচার, সাপোর্ট স্টাফেরা।


ইডেনে (Eden Gardens) শুক্রবার বিকেলে কলকাতা নাইট রাইডার্সের (KKR) প্রস্তুতি শিবিরও শুরু হল ঈশ্বরনাম জপে।


আইপিএল (IPL 2024) শুরু হতে আর মাত্র দিন সাতেক বাকি। দ্বিতীয় দিনই নেমে পড়ছে কেকেআর। প্রতিপক্ষ, সানরাইজার্স হায়দরাবাদ। ২৩ মার্চ সেই ম্যাচ নাইটরা খেলবেন ঘরের মাঠে। আগামী শনিবার। তার ঠিক সাতদিন আগে, শুক্রবার বিকেলে ঘরের মাঠে চূড়ান্ত মহড়া সারতে নেমে পরলেন রিঙ্কু সিংহ, নীতীশ রানা, বরুণ চক্রবর্তীরা।


প্র্যাক্টিস শুরু হওয়ার আগে কেকেআর ক্রিকেটারদের দেখা গেল ইডেন গার্ডেন্সের বাইশ গজের দিকে হাঁটা দিচ্ছেন। পিচের ওপর তখন স্টাম্প পোঁতা। উইকেটে পৌঁছেই স্টাম্পে মালা পরিয়ে দিলেন বেঙ্কটেশ আইয়ার। তারপর নারকেল ফাটালেন। কেকেআর ক্রিকেটারেরা সকলে মিলে সামিল হলেন সেই পুজোপাঠে।


কেকেআর শিবির থেকে বলা হল, যে কোনও শুভ কাজের আগে নারকেল ফাটানো বা ঈশ্বরকে প্রণাম করা ভারতীয় সংস্কৃতি। সেই কারণেই ঘরের মাঠে প্রথম প্র্যাক্টিস সেশনের আগে নারকেল ফাটিয়ে ও উইকেট পুজো করে মাঠে নামা হয়েছে।


২০১২ ও ২০১৪ - তিন বছরের ব্যবধানে দুবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। কিন্তু তারপর থেকে দীর্ঘ ১০ বছর কেটে গিয়েছে। আর ট্রফির দেখা পায়নি শাহরুখ খান-জুহি চাওলার দল। ২০২২ সালে ফাইনালে উঠেও চেন্নাই সুপার কিংসের কাছে হারতে হয়েছে। এবার ট্রফি জিততে মরিয়া নাইট শিবির মেন্টর হিসাবে এনেছে পয়মন্ত গৌতম গম্ভীরকে। শুক্রবার নাইটদের প্র্যাক্টিসে দেখা গেল, কোচ চন্দ্রকান্ত পণ্ডিত পার্শ্বচরিত্রে। মূল কাজটা করছেন গম্ভীরই।


অধিনায়ক শ্রেয়স আইয়ার এখনও শিবিরে যোগ দেননি। তাঁর চোট নিয়ে নানারকম জল্পনা রয়েছে। মুম্বইয়ের হয়ে রঞ্জি ফাইনাল খেলেছেন। সেই ম্যাচে শেষ দুদিন পিঠের ব্যথায় মাঠে নামতে পারেননি শ্রেয়স। গতবার এই চোটের জন্যই আইপিএল খেলা হয়নি তাঁর। পরিবর্তে নাইটদের নেতৃত্ব দিয়েছিলেন নীতীশ রানা।


স্টাম্পে মালা পরানোর ফাঁকে কেকেআর ক্রিকেটারেরা কি অধিনায়কের আরোগ্য কামনাতে ২ মিনিট বাড়তি প্রার্থনা করলেন?


আরও পড়ুন: Mumbai Indians: হার্দিককে নিয়ে অতিরিক্ত মাতামাতি হয়, আইপিএলে অগ্নিপরীক্ষা মুম্বই ইন্ডিয়ান্সের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে