বেঙ্গালুরু: আট ম্যাচে মাত্র এক জয়। কার্যত (IPL 2024) প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। তবে প্লে-অফের দৌড়ে নতুন অক্সিজেন পেয়েছেন বিরাট কোহলিরা। টানা পাঁচ ম্যাচ জিতে নিয়েছে আরসিবি। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রবিবার ৪৭ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতেছে আরসিবি। দলের জয় সুনিশ্চিত হতেই উচ্ছ্বাসে ভাসেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। সেই ভিডিও এখন ভাইরাল।


রবিবাসরীয় সন্ধেতে আরসিবি প্রথমে ব্যাট করে সাত উইকেটের বিনিময়ে ১৮৭ রান। এরপর বল হাতে তিন বারের আইপিএস রানার্স আপরা রাজধানীর ফ্র্যাঞ্চাইজিকে ১৪০ রানেই অল আউট করে দেয়। দুরন্ত জয়ে আরসিবির প্লে-অফের আশা পুনরুজ্জীবিত হয়েছে। আরসিবি স্ট্যান্ডে প্রায়শই দলের হয়ে গলা ফাটাতে দেখা যায় প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী তথা বলিউড তারকা অনুষ্কা শর্মাকে। এদিনের ম্যাচ দেখতেও মাঠে হাজির ছিলেন তিনি। যশ দয়াল কুলদীপকে আউট করতেই আরসিবির জয় সুনিশ্চিত হয়ে যায়। অনুষ্কা উঠে দাঁড়িয়ে প্রথমে শূন্যে হাত ছুড়ে দেন। তারপর হাত জোর করে ঈশ্বরকে প্রমাণ জানাতে দেখা যায় তাঁকে। এই প্রাণামের মধ্যে খানিক স্বস্তিও ছিল বলে মনে করছেন অনেকে। অনুষ্কার এই সেলিব্রেশনের ভিডিওটি এখন ভাইরাল।


 






 


প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও কিন্তু আরসিবি একাধিকবার আইপিএলের মঞ্চে নাগাড়ে পাঁচ ম্যাচ জিতেছে। ২০০৯ এবং ২০১৬ সালে এই ঘটনা ঘটেছিল। ওই দুইবারই কিন্তু আইপিএলের ফাইনালে পৌঁছয় আরসিবি। এবারও কি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে? সেটাই দেখায় বিষয়। 


নিজেদের লিগ পর্বের শেষ ম্যাচে আরসিবি সিএসকের বিরুদ্ধে মাঠে নামবে। সেই ম্যাচে জিতে আরসিবি কিন্তু প্লে-অফে পৌঁছতেই পারে। তবে সেক্ষেত্রে কিন্তু বড় ব্যবধানে ম্যাচ জয়টা জরুরি। আরসিবি কার্যত অসম্ভবকে সম্ভব করে প্লে-অফে যেতে পারে কি না, সেটাই দেখার বিষয়। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ইতিমধ্যেই পাকা প্লে-অফের টিকিট, গুজরাতা টাইটান্সের বিরুদ্ধে একাদশে কোনও বদল ঘটাবে কেকেআর?