আমদাবাদ: মুম্বই ইন্ডিয়ান্সকে শনিবার নিজেদের ঘরের মাঠে পরাজিত করেই চলতি মরশুমের প্রথম দল হিসাবে প্লে-অফে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আজ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মরশুমে নিজেদের ১৩তম ম্যাচে নামতে চলছে কেকেআর (GT vs KKR)। আজকের ম্যাচ থেকে কেকেআর দুই পয়েন্ট তুলে নিতে পারলেই নাইট শিবিরের কোয়ালিফায়ার ১ খেলা নিশ্চিত। কিন্তু প্রশ্ন হল আদৌ কি কেকেআর এই ম্যাচের জন্য কোন পরীক্ষা নিরীক্ষা করবে?


কেকেআরের দুই ওপেনার সুনীল নারিন এবং ফিল সল্ট দলের দুই সর্বাধিক রানসংগ্রাহক। এই দুই তারকা তো দলে থাকবেনই। চোটের কারণে টুর্নামেন্টের ১০ ম্যাচ খেলতে না পারা নীতীশ রানা গত ম্যাচেই প্রত্যাবর্তন ঘটিয়েছেন। অঙ্গকৃষ রঘুবংশীর বদলে একাদশে জায়গা পান তিনি। এই ম্যাচে রানা নিজের জায়গা ধরে রাখবেন বলেই আশা করা যায়। বেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিংহ, রামনদীপ সিংহরা দলের মিডল অর্ডারকে ভারসাম্য এবং বৈচিত্র প্রদান করেন। তাঁদের দলে থাকার সম্ভাবনা প্রবল। আন্দ্রে রাসেল ব্যাটে, বলে দলকে ম্যাচ জেতাচ্ছেন। নাইট শিবিরের অবিচ্ছেদ্য অঙ্গ ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডারও তিনিও দলে থাকবেন।


সর্বকালের সবচেয়ে দামী ক্রিকেটার মিচেল স্টার্কের ফর্ম নিয়ে প্রশ্নচিহ্ন রয়েইছে। তিনি গত ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে মাত্র এক ওভার বল করেছিলেন। তাঁর বদলে দুষ্মন্ত চামিরাকে খেলানোর একটা সুযোগ রয়েছে বটে। স্টার্কের মতো বিশ্ববন্দিত ফাস্ট বোলারকে মরশুমে দ্বিতীয়বার দল থেকে ড্রপ করার মতো বড় সিদ্ধান্ত কেকেআর ম্যানেজমেন্টের তরফে নেওয়া হয় কি না, সেটা দেখার বিষয় হতে চলেছে। এছাড়া ফাস্ট বোলিং বিভাগে বৈভব আরোরা এবং হর্ষিত রানা থাকার সম্ভাবনা প্রবল। দল প্রথমে ব্যাটিং করলে এই দুইয়ের একজনকে ইমপ্যাক্ট সাব হিসাবে ব্যবহার করা হতে পারে। দলের স্পিন বোলিং বিভাগের জন্য নারিন তো আছেনই, পাশাপাশি ১৮ উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে থাকা বরুণ চক্রবর্তীও থাকবেন। অর্থাৎ খুব বড়জোর আজ ম্যাচে এক বদল ঘটলেও ঘটতে পারে নাইট শিবির।


তবে ম্যাচে যার দিকে সব থেকে বেশি নজর থাকবে তিনি হলেন রিঙ্কু সিংহ। পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকানো রিঙ্কুকে রাতারাতি শিরোনামে এনে দিয়ছিল। গত মরশুমে আজকের ম্যাচের ভেন্যুতেই যশ দয়ালের বিরুদ্ধে এই কাণ্ডটি ঘটিয়েছিলেন রিঙ্কু। তাঁর দিকে তাও আবারও নজর থাকবে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: প্রথম পাঁচে ঢুকে পড়লেন তুষার, খলিল, তবে পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষে এখনও বুমরাই