কলকাতা: তাঁকে নিয়ে চর্চা ছিলই। আইপিএলের নিলামে অন্যতম প্রধান আকর্ষণ ছিলেন। কারণ? তিনি যে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পুত্র। অর্জুন তেন্ডুলকর। তাঁর দিকে তো নজর থাকবেই সকলের।


সেই অর্জুনকে কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স। প্রত্যাশামতোই নিজের শহরের আইপিএলের দলে দেখা যাবে সচিন-পুত্রকে।


আইপিএলের নিলাম তালিকায় নাম ছিল তাঁর। জোর জল্পনা ছিল, ১৮ ফেব্রুয়ারির নিলামে তাঁকে পেতে কোন দল ঝাঁপাতে পারে? মুম্বই ইন্ডিয়ান্সই কি তাঁকে দলে নিয়ে নেবে? ওয়াকিবহাল মহল মনে করছিল, সচিন একসময় মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিয়েছেন। পরে মেন্টর হিসাবেও মুকেশ ও নীতা অম্বানির দলের সঙ্গে যুক্ত ছিলেন সচিন। তাই সচিন-পুত্রকে পেতে ঝাঁপাবে মুম্বই।


শেষ পর্যন্ত তাই হল। চেন্নাইয়ে নিলামের প্রথম কয়েকটি পর্বে অর্জুনের নাম ওঠেনি। ডিনার পরবর্তী পর্বে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিকে বলা হয়েছিল, তাদের পছন্দের ক্রিকেটারদের নাম জমা করতে। যাতে নির্দিষ্ট করে সেই সমস্ত ক্রিকেটারদের নিয়েই বিডিং হয়। সেই মতো অর্জুনের নাম জমা পড়েছিল। এবং তাঁর ন্যূনতম দাম ২০ লক্ষ টাকাতেই সচিন-পুত্রকে কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স। অর্জুনকে দলে পেতেই নিলামের টেবিলে বসে থাকা জাহির খান-সহ মুম্বই ইন্ডিয়ান্সের বাকি প্রতিনিধিদের মুখে চওড়া হাসি। একে অপরের সঙ্গে ফিস্ট বাম্প করতেও দেখা গেল।


আইপিএলের নিলামের আগেই বড়সড় ধাক্কা খেয়েছিলেন জুনিয়র তেন্ডুলকর! মুম্বই তাদের বিজয় হাজারে ট্রফির দলে রাখেনি অর্জুনকে। শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দলে সুযোগ পাননি অর্জুন। যিনি সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে মুম্বই দলে ছিলেন। সিনিয়র মুম্বই দলের হয়ে হরিয়ানার বিরুদ্ধে তাঁর অভিষেক হয়। সেই ম্যাচে এক উইকেটও নেন। মোট ২ ম্যাচ খেলে ২ উইকেট পেয়েছিলেন সচিন-পুত্র। তবে আইপিএলে শেষ লগ্নে দল পেয়ে ফের আলোচনার কেন্দ্রে অলরাউন্ডার অর্জুন। এবারই প্রথমবার দেশের ধনীতম টুর্নামেন্টে দেখা যাবে তাঁকে। রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে। ভক্তদের অপেক্ষাও শুরু হয়ে গিয়েছে।