নয়াদিল্লি: আগামীকাল চেন্নাইতে আইপিএল ২০২১-এর নিলাম। নিলামের প্রস্তুতি ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে। এবারের নিলামে উঠবেন ২৯২ জন খেলোয়াড়। তাঁদের তালিকা ইতিমধ্যেই তৈরি করেছে বিসিসিআই। সমস্ত দলগুলিকে তাদের তহবিল মূল্যের ৭৫ শতাংশ ব্যয়ের ব্যাপারে বিজ্ঞপ্তি দিয়েছে বোর্ড। উল্লেখ্য, এবার খুব একটা বড়সড় হবে না আইপিএলের নিলাম। মেগা অকশন হবে ২০২২-র সিজনের আগে। 
১৮ ফেব্রুয়ারি আইপিএলের নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলি গত ২১ জানুয়ারি তাদের রিটেনড ও রিলিজড খেলোয়াড়দের তালিকা জমা দিয়েছে। এবার যে খেলোয়াড়রা রিলিজ পেয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, ক্রিস মরিস, লাসিথ মালিঙ্গা, স্টিভ স্মিথ, হরভজন সিংহ, পিযুষ চাওলার মতো ক্রিকেটাররা। প্লেয়ার রেজিস্ট্রেশনের সময়সীমা ছিল ৪ ফেব্রুয়ারি। আইপিএল নিলামে রেজিস্ট্রেশনের জন্য ১১১৪ ক্রিকেটার তাঁদের নাম পাঠিয়েছেন। 
এবার যে প্লেয়াররা নিলামের উঠবেন তাঁদের চূড়ান্ত তালিকা গত ১১ ফেব্রুয়ারি বোর্ড প্রকাশ করেছে। এই তালিকায় রয়েছেন ২৯২ জন ক্রিকেটার, যাঁদের মধ্যে ১৬৪ জন ভারতের, ১২৫ জন বিদেশী ও তিন প্লেয়ার অ্যাসোসিয়েট দেশগুলির। 
এবারের আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে দুপুর তিনটে থেকে। 
আইপিএলের আসন্ন মরশুমে দলের ঘাটতি পূরণে কোন কোনও প্লেয়ারদের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলি ঝাঁপাবে, নজর থাকবে সেদিকেই। আগামী এপ্রিল-মে মাসে ১৪ তম আইপিএলের আয়োজন হতে পারে। 
২৯২ জন খেলোয়াড় নিলামের তালিকায় রয়েছেন এবং দলগুলিতে জায়গা রয়েছে ৬১ জন ক্রিকেটারের। 
সর্বোচ্চ রিজার্ভ প্রাইস ২ কোটি টাকা। দুই ভারতীয় খেলোয়াড় হরভজন সিংহ ও কেদার যাদব এবং আট বিদেশী-ম্যাক্সওয়েল, স্মিথ, শাকিব আল হাসান, মইন আলি, স্যাম বিলিং, লিয়াম প্লাঙ্কেট, জেসন রয়, মার্ক উড এই সর্বোচ্চ ব্র্যাকেটে রয়েছেন। 
১২ জন প্লেয়ারের বেস প্রাইস নির্ধারিত হয়েছে দেড় কোটি টাকা। যে ১১ খেলোয়াড়ের বেস প্রাইস ১ কোটি টাকা, তাঁদের মধ্যে রয়েছেন দুই ভারতীয় হনুমা বিহারী ও উমেশ যাদব। 
দেখে নেওয়া যার স্কোয়াডগুলির তহবিল ও দলে  শূন্যস্থান-
রাজস্থান রয়্যালস:
তহবিল: ৩৭.৮৫ কোটি টাকা; শূন্য স্থান:৯; বিদেশী প্লেয়ারদের স্লট শূন্য ৩
চেন্নাই সুপার কিংস (সিএসকে): 
তহবিল: ১৯.৯০ কোটি টাকা; শূন্য স্থান:৬; বিদেশী প্লেয়ারদের স্লট শূন্য ১
কিংস ইলেভেন পঞ্জাব
তহবিল: ৫৩.২০ কোটি টাকা; শূন্য স্থান:৯; বিদেশী প্লেয়ারদের স্লট শূন্য ৫
কলকাতা নাইট রাইডার্স
তহবিল: ১০.৭৫ কোটি টাকা; শূন্য স্থান:৮; বিদেশী প্লেয়ারদের স্লট শূন্য ২


রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
তহবিল: ৩৫.৪০ কোটি টাকা; শূন্য স্থান:১১; বিদেশী প্লেয়ারদের স্লট শূন্য ৩
সানরাইজার্স হায়দরাবাদ
তহবিল: ১০.৭৫  কোটি টাকা; শূন্য স্থান:৩; বিদেশী প্লেয়ারদের স্লট শূন্য ১
দিল্লি ক্যাপিটালস
তহবিল: ১৩.৪০  কোটি টাকা; শূন্য স্থান:৮; বিদেশী প্লেয়ারদের স্লট শূন্য ৩


মুম্বই ইন্ডিয়ান্স
তহবিল: ১৫.৩৫  কোটি টাকা; শূন্য স্থান:৭; বিদেশী প্লেয়ারদের স্লট শূন্য ৪


ডিসনি+ হটস্টারে আইপিএল ২০২১-এর নিলামের লাইভ স্ট্রিমিং দেখতে পারেন।