মুল্লাপুর: আইপিএলের (IPL 2024) ৩৩তম ম্যাচে অনবদ্য লড়াইয়ের সাক্ষী হয়ে থাকল ক্রিকেটবিশ্ব। যে ম্যাচের ভাগ্য পেন্ডুলামের মতো একবার এই দল তো একবার অপরদলের দিকে শেষ পর্যন্ত দুলেই চলল। তবে শেষমেশ রুদ্ধশ্বাস ম্যাচে নয় রানে পাঞ্জাব কিংসকে (Punjab Kings) হারিয়ে মরশুমের তৃতীয় জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। কাজে দিল না আশুতোষ শর্মার (Ashutosh Sharma) দুরন্ত ৬১ রানের ইনিংস। এই নিয়ে চলতি মরশুমেই পাঞ্জাব শেষ ওভারে এসে নিজেদের চতুর্থ ম্যাচ হারল।
পাঞ্জাবের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে জয়ের ভিতটা ব্যাট হাতে রেখেছিলেন সূর্যকুমার যাদব। দুরন্ত ৭৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। পরে বল হাতে আগুনে গতির বোলিংয়ে দলের জয় সুনিশ্চিত করেন দুই তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও জেরাল্ড কোয়েৎজে।
এদিন পাঞ্জাবের হয়ে ইনিংসের শুরুটা দুঃস্বপ্নের মতো হয়। প্রথম তিন ওভারেই চার উইকেট হারিয়ে ফেলে কিংস। স্যাম কারান (৬), লিয়াম লিভিংস্টোন (১), রাইলি রুসোরা (১) কেউই রান পাননি। হরপ্রীত ভাটিয়া ১৩ রানে আউট হলে ৪৯ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছিল পাঞ্জাব। জীতেশ শর্মা নয় রানে আউট হলে স্কোর দাঁড়ায় ৭৭ রানে ছয় উইকেট। এমন পরিস্থিতিতে লড়াইটা শুরু করেন শশাঙ্ক সিংহ। তিনি ও আশুতোষ সপ্তম উইকেটে ৪৪ রান যোগ করেন।
শশাঙ্ককে ৪১ রানে বুমরা সাজঘরে ফেরানোর পর আশুতোষ দুরন্ত আগ্রাসী মেজাজে ব্যাটিং শুরু করেন। মাত্র ২৩ বলে কেরিয়ারের প্রথম আইপিএল অর্ধশতরান পূরণ করেন তিনি। তবে ঠিক যখন মনে হচ্ছিল পাঞ্জাব ম্যাচ জিতে যাবে। তখনই আশুতোষকে আউট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন কোয়েৎজে। শেষমেশ পাঞ্জাবকে হারাতেই হল।
এই হারের ফলে আইপিএলের পয়েন্ট তালিকায় নয় নম্বরে নেমে গেল পাঞ্জাব। অপরদিকে, ম্যাচ জিতে সাত নম্বরে উঠে এল পল্টনরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: আমরা চাই ধোনি শেষ বলে ছক্কা মারুন, তবে..... অভিনব উপায়ে লখনউয়ে ধোনিকে স্বাগত জানাল LSG