লখনউ: বয়স ৪২ পার করেছে। তবে চলতি আইপিএলে (IPL 2024) স্মৃতির পাতা উল্টে ফের একবার 'ভিনটেজ' ধোনিকে দেখা যাচ্ছে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আগের ম্যাচেই তার প্রমাণ মিলেছে। এ বারের মরশুমে মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) স্ট্রাইক রেট ২৩৬। গোটা ভারতবর্ষ ধোনির ব্যাটিংয়ের ভক্ত। তাঁর প্রতিপক্ষও ধোনির ব্যাট থেকে ছক্কা দেখতে চাইছে, কিন্তু শর্ত একটাই। কী সেই শর্ত?


শুক্রবার, ১৯ এপ্রিল লখনউয়ের (Lucknow Super Giants) ঘরের মাঠ একান্না স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে সুপার জায়ান্টস (LSG vs CSK)। সেই ম্যাচের আগে অভিনব উপায়ে ধোনিকে লখনউয়ে স্বাগত জানাল লখনউ সুপার জায়ান্টস। একাধিক হোর্ডিংয়ে ধোনির উদ্দেশে বিশেষ বার্তা লেখা রয়েছে, যা লখনউয়ের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়। এক হোর্ডিংয়ে লেখা, 'আমরা চাই ধোনি শেষ বলে ছক্কা হাঁকান, তবে সেই সময় যেন জয়ের জন্য ১২ রানের প্রয়োজন হয়।' আরেক হোর্ডিংয়ে লেখা, 'আমরা চাই ধোনি ভাল খেলুক, তবে ম্যাচটা যেন এলএসজি জিতে যায়।'


 






কাল আইপিএলের ৩৪তম ম্যাচে মাঠে নামবে দুই দল। আবার তিন এবং চারের যোগফল সাত, যা মহেন্দ্র সিংহ ধোনির জার্সি নম্বরও বটে। হোর্ডিংয়ের নীচের দিকে এই বিষয়টি উল্লেখ করে লেখা, 'এই কারণেই ওঁ থালা।'


ধোনির গত ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে ব্যাটে নেমেই নাগাড়ে তিন ছক্কা হাঁকিয়েছিলেন। চার বলে অপরাজিত ছিলেন ২০ রানে। লখনউয়ের মাঠেও সকলেই ফের একবার 'মাহি মার রহা হ্যায়' র রণধ্বনি তুলতে মুখিয়ে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। মরশুম শুরুর আগেরদিন সিএসকের অধিনায়কত্বও ছেড়েছেন। তাও দিনের শেষে সিএসকের কেন্দ্রবিন্দু যে তিনি। ম্যাচের আগে প্রচারের সমস্ত লাইমলাইট যে তাঁর উপরই রয়েছে, তা বলাই বাহুল্য।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ক্রিকেটটা ১১ জনে খেলে, ১২ জনে নয়, IPL-র ইমপ্যাক্ট খেলোয়াড় নিয়ম নিয়ে সরব রোহিত