মুম্বই: টি-টোয়েন্টি ক্রিকেট মানেই মনে করা হয় ব্যাটারদের শাসন। চার-ছক্কার খেলা। আর প্রত্যেক দলেই এমন কিছু ব্যাটার আছেন, যাঁরা শুধু ছক্কা মেরে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। গত আইপিএলেও (IPL) যে ছবিটা একই ছিল।


আইপিএলে ছক্কার রাজা মনে করা হয় তাঁকে। তবে কায়রন পোলার্ড (Kieron Pollard) গত আইপিএলে সবচেয়ে বিধ্বংসী মেজাজে ধরা দিয়েছিলেন দিল্লিতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। ৩৪ বলে অপরাজিত ৮৭ রান করেছিলেন। আর সেই ইনিংসে পোলার্ড মেরেছিলেন ৮টি ছক্কা। সেটাই গত আইপিএলে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির।


গত আইপিএলে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির রয়েছে কে এল রাহুলেরও। সেটাও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। রাহুল ৪২ বলে অপরাজিত ৯৮ রান করার ফাঁকে মেরেছিলেন ৮টি ছক্কা। পোলার্ডের সমসংখ্যক ছক্কা মারলেও স্ট্রাইক রেটে সামান্য পিছিয়ে থাকায় রাহুল রয়েছেন তালিকায় দু'নম্বরে।


তালিকায় তিন নম্বরে জস বাটলার। গত আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। তাঁর ৬৪ বলে ১২৪ রানের ইনিংসে মেরেছিলেন ৮টি ছক্কা।


ওয়াংখেড়েতে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৬৩ বলে ১১৯ রান করার ফাঁকে ৭টি ছক্কা মেরেছিলেন কেরলের তারকা সঞ্জু স্যামন। তালিকায় চার নম্বরে তিনি।


গত আইপিএলে দিল্লিতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাত্র ২৭ বলে অপরাজিত ৭২ রান করেছিলেন অম্বাতি রায়ডু। তিনি মেরেছিলেন সাতটি ছক্কা। তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন তিনি।


তালিকায় ছ'নম্বরে দীপক হুডা। বঢোদরার তারকা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২৮ বলে করেছিলেন ৬৪ রান। তাঁর ইনিংসে ছিল ৬টি ছক্কা।


গত আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২২ বলে ৫৪ রান করার পথে ৬টি ছক্কা মেরেছিলেন আন্দ্রে রাসেল। তালিকায় ষষ্ঠ নম্বরে ক্যারিবিয়ান অলরাউন্ডার।


তালিকায় সপ্তম স্থানে দেবদত্ত পড়িক্কল। গতবার যিনি খেলেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৫২ বলে অপরাজিত ১০১ রান করেছিলেন কর্নাটকের ব্যাটার। তাঁর সেই ইনিংসে ছিল ৬টি ওভার বাউন্ডারি।


বোলার প্যাট কামিন্স যে ছক্কা মারতেও কম যান না, প্রমাণ দিয়েছিলেন গত আইপিএলে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩৪ বলে অপরাজিত ৬৬ রান করার পথে মেরেছিলেন ৬টি ছক্কা।


তালিকায় দশম স্থানে রবীন্দ্র জাডেজা। গত আইপিএলে যিনি আরসিবির বিরুদ্ধে ২৮ বলে অপরাজিত ৬২ রান করার পথে মেরেছিলেন ৫টি বিশাল ছক্কা।


এবার আইপিএলে ছক্কার রাজা হবেন কে? দৌড়ে রয়েছেন এক ঝাঁক তারকা। শেষ পর্যন্ত কার মাথায় উঠবে মুকুট?


মাঠ থেকে হোটেল, হোটেল থেকে মাঠ, দমবন্ধ আবহে কার ওপর ভরসা রাখছেন কেকেআরের মেন্টর?