নয়াদিল্লি: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই ভারতীয় দলের (Indian Cricket Team) কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হতে চলেছে। বিশ্বকাপের পর ভারতীয় কোচের ভূমিকায় আগ্রহী ব্যক্তিদের আবেদনপত্র জমা দেওয়ার জন্য ইতিমধ্যেই ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআইয়ের (BCCI) তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শোনা যাচ্ছে ভারতীয় কোচের ভূমিকায় গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) চাইছে বিসিসিআই।


বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের দায়িত্বে রয়েছেন গম্ভীর। একাধিক রিপোর্ট অনুযায়ী, কেকেআরের আইপিএল মরশুম শেষ হলেই গম্ভীরের সঙ্গে বিসিসিআই যোগাযোগ করবে। বর্তমানে কেকেআর দলের সঙ্গেই রয়েছেন গম্ভীর। আইপিএলের ফাইনাল শেষ হবে ২৬ মে। ঠিক তার পরের দিনই ভারতীয় কোচের ভূমিকায় আবেদন করার শেষদিন। গম্ভীর আদৌ ভারতের কোচ হতে আগ্রহী কি না, সেই নিয়ে কিছু জানানো হয়নি। তবে বিসিসিআই তাঁকেই চাইছে বলে জল্পনা।


বর্তমানে ভারতীয় দলের কোচের দায়িত্বে রয়েছেন রাহুল দ্রাবিড়। জুন পর্যন্ত বিশ্বকাপের শেষ অবধি তাঁর টিম ইন্ডিয়ার হেড কোচ হিসাবে মেয়াদ রয়েছে। দ্রাবিড় পুনরায় হেড কোচ হতে হলে তিনি আবেদনপত্র জমা দিতেই পারেন বলে বিসিসিআই সচিব জয় শাহ আগেই জানিয়েছিলেন। তবে দ্রাবিড় নিজে আর কোচিং চালিয়ে যেতে আগ্রহী নন বলেই খবর। 


এমন পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার কোচের ভূমিকায় নতুন কাউকেই দেখা যেতে পারে। গম্ভীরের আন্তর্জাতিক আঙিনায় কোচিং করানোর কোনও অভিজ্ঞতা নেই। তবে এবারে কেকেআরে আসার আগে তিনি লখনউ সুপার জায়ান্টসের মেন্টরের দায়িত্ব পালন করেছেন। লখনউয়ে দুই মরশুম এবং কেকেআরে এই মরশুমে ম্যানেজমেন্টে থাকাকালীন প্রতিবারই দলকে প্লে-অফে নিয়ে যেতে সাহায্য করেছেন গম্ভীর। অবশ্য তিনি কিন্তু একা নন, ভারতীয় দলের কোচের দৌড়ে আরও কয়েকজন বড় নাম নিয়ে ইতিমধ্যেই জল্পনা শোনা গিয়েছে।     


রাহুলের কোচ থাকার সময়ই বেশ কয়েকটি সিরিজে দায়িত্ব সামলেছিলেন ভিভিএস লক্ষ্মণ। তিনি এই মুহূর্তে জাতীয় ক্রিকেট অ্য়াকাডেমির দায়িত্বে রয়েছেন। তাঁর নাম কোচের পদের জন্য ভেসে উঠছে। এছাড়াও কানাঘুষো শোনা যাচ্ছে যে রিকি পন্টিংকে কোচের পদে দেখা যেতে পারে। পন্টিং দীর্ঘদিন ধরেই আইপিএলে দিল্লি ক্যাপিটালসের দায়িত্ব সামলাচ্ছেন। ভারতীয় ক্রিকেটের সম্পর্কে ওয়াকিবহলও তিনি। তাই পন্টিংকে কোচের পদের আসীন হওয়ার জন্য অনুরোধ করতে পারে বিসিসিআই। এছাড়াও ইঁদুর দৌড়ে আছেন চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিংও। প্রাক্তন কিউয়ি অধিনায়ক ২০০৮ সালে সিএসকের ওপেনার হিসেবে আইপিএলে খেলেছিলেন। কিন্তু এরপরের বছর থেকেই তিনি দলের কোচ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। ফ্লেমিংয়ের কোচিংয়েই সিএসকে পাঁচবার আইপিএল খেতাব জিতেছে। ১২ বার টুর্নামেন্টের প্লে অফে জায়গা করে নিয়েছে। শেষমেশ রাহুলের পর কে কোচ হন, সেটা জানার জন্য এখনও খানিকটা অপেক্ষা করতে হবে।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: পছন্দ ক্রিকেট! ইতিমধ্যেই ব্যাট ঘোরানো শুরু করে দিয়েছেন বিরুষ্কা কন্যা, জানালেন কোহলি নিজেই