কলকাতা: করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত। স্থগিত করে দিতে হয়েছে আইপিএল। ২৯টি ম্যাচ খেলা হওয়ার পর। আইপিএল-এর বাকি অংশ ভারতে হওয়ার সম্ভাবনা নেই বলে জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।


করোনার ধাক্কায় আইপিএল মাঝপথেই স্থগিত হওয়ার পর থেকেই টুর্নামেন্ট শেষ করার জন্য উপযুক্ত সময়ের খোঁজে রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দেশের মাটিতে হবে না বিদেশে আয়োজিত হবে টুর্নামেন্টের বাকি অংশ, সেটা নিয়ে ধোঁয়াশা ছিলই। তবে সেই ধোঁয়াশা কেটে গেল সৌরভের কথায়। তিনি জানিয়ে দিলেন যে, ভারতের মাটিতে আইপিএল আয়োজনের আর কোনও সম্ভাবনা নেই। পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে, সাউদাম্পটনে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল (১৮-২২ জুন) ও ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের মাঝের অংশেও ইংল্যান্ডের মাটিতে আইপিএল আয়োজন করা সম্ভব নয়।


অনেকে মনে করেছিলেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষ হবে ২২ জুন এবং ইংল্যান্ডের বিরুদ্ধে কোহলিদের প্রথম টেস্ট শুরু হবে ৪ অগাস্ট। মাঝে প্রায় দেড় মাসের সময় হাতে থাকছে এবং সেই সময় হয়তো ইংল্য়ান্ডের মাটিতে আইপিএলের বাকি ৩১টি ম্যাচ আয়োজিত হতে পারে। ইংল্য়ান্ডের কয়েকটি কাউন্টি ক্লাবও আইপিএল আয়োজনের ব্যাপারে তাদের ইচ্ছের কথা জানিয়েছিল। যদিও সৌরভ বলেছেন, ‘সেটা সম্ভব নয়। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ভারতের শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা। ৩টি ওয়ান ডে ও ৫টি টি-টোয়েন্টি খেলতে। তাছাড়া ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার মতো বেশ কিছু প্রতিবন্ধকতা থাকছে আইপিএল আয়োজনের ক্ষেত্রে। পাশাপাশি ভারতের মাটিতেও আইপিএলের বাকি অংশ আয়োজন করা সম্ভব নয়। নিভৃতবাসের বিষয়টা নিয়ন্ত্রণ করা কঠিন। কীভাবে আইপিএল শেষ করার জন্য সময় খুঁজে পাওয়া যাবে, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।'


টি-টোয়েন্টি বিশ্বকাপও ভারতের মাটিতেই আয়োজিত হওয়ার কথা ছিল। তবে পরিবর্তিত পরিস্থিতিতে তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরশাহিতে হওয়ার সম্ভাবনাও খারিজ করে দেওয়া যাচ্ছে না।