নয়াদিল্লি: দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ। অতিমারি মোকাবিলায় এবার এগিয়ে এল ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসনদের দল সানরাইজার্স হায়দরাবাদ। রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও পঞ্জাব কিংসের পর করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে সাহায্যের হাত বাড়িয়ে দিল সানরাইজার্স হায়দরাবাদ কর্তৃপক্ষ। আর্থিক অনুদানের পাশাপাশি কোভিড ১৯ সচেতনতা প্রচারের আশ্বাসও দেওয়া হয়েছে দলের তরফে।


করোনা পরিস্থিতিতে ভারতে অক্সিজেনের ঘাটতি এবং অন্যান্য স্বাস্থ্য পরিষেবা খাতে ৩০ কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। কেন্দ্র ও রাজ্য সরকারের স্বাস্থ্য সংক্রান্ত নানা উদ্যোগে এই টাকা খরচ করা হবে বলে জানানো হয়েছে। কোভিড যুদ্ধে এগিয়ে আসা স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকেও সাহায্য করা হবে বলে জানিয়েছে ওয়ার্নারদের দল।



আইপিএলের বিভিন্ন দল ছাড়াও করোনা যুদ্ধে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ক্রিকেটারেরাও। বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা দেশের করোনা মোকাবিলায় ২ কোটি টাকা দান করেছিলেন। সেই সঙ্গে অনুদানের জন্য সকলের কাছে আবেদনও করেছিলেন। সেই আবেদনে সাড়া দিয়ে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। মাত্র ২৪ ঘণ্টার ভেতর ৩ কোটি ৬০ লক্ষ টাকা অনুদান উঠে এসেছিল। করোনা মোকাবিলায় মানুষের পাশে দাঁড়াতে ৭ কোটি টাকা সাহায্য করার জন্য ত্রাণ তহবিল তৈরি করেছেন তাঁরা।





দেশজুড়ে আছড়ে পড়েছে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ। এই সঙ্কটকালীন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়েছেন বলিউড তারকারা। সোনু সুদ ছাড়াও এই তালিকায় আছেন অক্ষয় কুমার, সুস্মিতা সেনের মতো তারকারা। ক্রিকেট জগতও পিছিয়ে নেই। সচিন তেন্ডুলকর, শিখর ধবন, ব্রেট লি, প্যাট কামিন্স-সহ অনেকেই ত্রাণ তহবিলে অর্থ অনুদান দিয়েছেন।


করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে উথালপাতাল ভারত। যে কারণে অনির্দিষ্ট কালের জন্য স্থগিত হয়ে গিয়েছে আইপিএল। ক্রিকেটার ও সমস্ত সাপোর্ট স্টাফদের বাড়ি পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলের পয়েন্ট টেবিলে নীচের দিকে থাকলেও করোনা ত্রাণে এগিয়ে এসে হৃদয় জিতে নিল সানরাইজার্স হায়দরাবাদ।