দুবাই: মুম্বই ইন্ডিয়ান্সে লাসিথ মালিঙ্গার ফেলে যাওয়া শূন্যস্থান ভরাট করেছে যশপ্রীত বুমরা। মালিঙ্গার মশালই বহন করছে বুমরা। এমনই মনে করেন দলের অন্যতম সেরা তারকা কায়রন পোলার্ড।

রবিবার ত্রয়োদশ আইপিএলে মহানাটকীয় ম্যাচে দ্বিতীয় সুপার ওভারে কিংস ইলেভেন পঞ্জাবের কাছে ম্যাচ হেরেছে মুম্বই। যদিও নজর কেড়ে নিয়েছে বুমরার পারফরম্যান্স। তাঁর জন্যই প্রথম সুপার ওভারে মাত্র ৫ রানে পঞ্জাবকে আটকে রাখতে পেরেছিল মুম্বই।

ম্যাচের পর পোলার্ড বলেছেন, ‘ও (বুমরা) বিশ্বমানের বোলার। দীর্ঘদিন ধরেই ক্রিকেটের গোটা দুয়েক ফর্ম্যাটে ও বিশ্বের সেরা। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ও দুর্দান্ত পারফর্মার। ওকে নিয়ে আমরা স্বস্তিতে থাকি।’ পোলার্ড যোগ করেন, ‘বছর দুয়েক আগে আমাদের মালিঙ্গা ছিল আর এখন সেই পতাকাই বহন করছে বুমরা।’

প্রসঙ্গত, আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি মালিঙ্গা। তবে এবারের আইপিএল থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন তিনি।