দুবাই: করোনা-কালে চলতি আইপিএলে ক্রিকেটারদের মেনে চলতে হচ্ছে একাধিক বিধিনিষেধ। জৈব সুরক্ষা বলয়ের কড়াকড়ি পালন করতে হচ্ছে সকলকেই। তার মধ্যেও অবশ্য বিতর্কে জড়ালেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্রিকেটার অ্যারন ফিঞ্চ।

কী করেছেন তিনি? ড্রেসিংরুমে ভেপ (ধূমপানের এক ধরনের মাধ্যম) টেনে বিতর্কের জন্ম দিয়েছেন অস্ট্রেলীয় ক্রিকেটার অ্যারন ফিঞ্চ। তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিজেদের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়। নিজের দলের ইনিংস চলাকালে ফিঞ্চ ছিলেন ড্রেসিংরুমে। এ সময় হঠাৎ টেলিভিশন ক্যামেরা তাঁকে ধরে। তখনই ধরা পড়ে- ফিঞ্চ ড্রেসিংরুমে দাঁড়িয়ে ভেপ টানছেন।



এ বি ডিভিলিয়ার্সের ঝোড়ো ইনিংসে ভর করে ব্যাঙ্গালোর ম্যাচে দারুণ জয় পায়। তবে এই জয়ের চেয়েও আলোচনার বড় বিষয় হয়ে ওঠে ফিঞ্চের ধূমপানের বিষয়টি। পাঁচ বলে যখন আট রান প্রয়োজন, তখন টিভি পর্দায় ভেপ টানার দৃশ্য দেখানো হয়েছে খুবই অল্প সময়। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়। চলছে ফিঞ্চের কড়া নিন্দা।

অনেকে বিদ্রুপ করে লেখেন, ক্রিজে থাকা ব্যাটসম্যান জয় এনে দেবেন কি না সেই দুশ্চিন্তায় ফিঞ্চ ধূমপান করছিলেন! কেউ জানতে চান, ড্রেসিংরুমে ধূমপান করা যায় কী!