নয়াদিল্লি: দিন দু'য়েক আগেই চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) তরফে তারকা ফাস্ট বোলার মাথিশা পাথিরানার (Matheesha Pathirana) দেশে ফিরে যাওয়ার খবর সরকারিভাবে জানানো হয়েছিল। দলের শেষ দুই ম্যাচে খেলতে পারেননি তিনি। তাঁর ফিটনেস নিয়ে আশঙ্কা ছিলই। এবার সেই আশঙ্কাই সত্যি হল। আইপিএল (IPL 2024) থেকে ছিটকেই গেলেন লঙ্কান তারকা ফাস্ট বোলার পাথিরানা।


হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় শেষ দুই ম্যাচে পাথিরানা খেলতে না পারলেও, সরকারিভাবে তাঁর গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার বিষয়ে কিছু বলা হয়নি। কিন্তু পাথিরানা এবার নিজেই নিজের সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন বার্তায় টুর্নামেন্ট থেকে নিজের ছিটকে যাওয়ার খবর জানালেন। তিনি লেখেন, 'খুবই হতাশার সঙ্গে বিদায় জানাতে হচ্ছে। এবার আমার একমাত্র স্বপ্ন ২০২৪ সালের আইপিএল ট্রফিটা সিএসকের সাজঘরে দেখা। চেন্নাই থেকে যে ভালবাসা পেয়েছি, তার জন্য গোটা সিএসকেকে দলকে অনেক শুভেচ্ছা-মাথিশা পাথিরানা'। এই বার্তার শেষে হ্যাশট্যাগগুলিতে আইপিএল, সিএসকে, নিজের নামের পাশাপাশি মহেন্দ্র সিংহ ধোনির নামও দেন পাথিরানা।


 






পাথিরানার না থাকাটা সিএসকের জন্য যে বড় ধাক্কা তা বলাই বাহুল্য। বর্তমানে হলুদ ব্রিগেড লিগ তালিকায় তিনে রয়েছে। ১১ ম্যাচে সাতটি জিতেছে তারা। তবে প্লে-অএফের জন্য কিন্তু লখনউ সুপার জায়ান্টস, দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে জোর লড়াই হবে সিএসকে। তিন দলের দখলেই সমান পয়েন্ট। ফলে টুর্নামেন্টের শেষ ল্যাপে নিজের সেরা ক্রিকেটারদের সিএসকে বেশি করে প্রয়োজন। ইতিমধ্যেই দেশের হয়ে খেলার জন্য এ মরশুমে সিএসকের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক মুস্তাফিজুর রহমান ফিরে গিয়েছেন। ফিজ়ের পরেই ছয় ম্যাচে ১৩ উইকেট নেওয়া পাথিরানা হলুদ ব্রিগেডের হয়ে দ্বিতীয় সর্বাধিক উইকেটসংগ্রাহক। তাই এ পরিস্থিতিতে টুর্নামেন্ট থেকে তাঁর ছিটকে যাওয়াটা সিএসকের জন্য বিরাট চাপের।


তবে পাথিরানা আইপিএলে না খেললেও, তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফিট হয়ে যাবেন বলেই শোনা যাচ্ছে। শ্রীলঙ্কারও বড় ভরসা হতে চলেছেন তিনি।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ধর্মশালায় পাঞ্জাবের বিরুদ্ধে সর্বকালীন ইতিহাস গড়লেন সিএসকে তারকা ধোনি