নয়াদিল্লি: বছর বছর আইপিএল আসে যায়, তবে একটা প্রশ্ন যেন থেকে যায়। মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) কি আর আইপিএলে নামবেন? এ বছরের আইপিএল শেষের পর থেকেও এই একই প্রশ্ন মাহি-অনুরাগীদের মনে ঘোরাফেরা করছে। ধোনিকে বারংবার এই প্রশ্ন করা হলেও, তিনি স্পষ্টভাবে বারংবার জানিয়েছেন যে তাঁর আইপিএলে খেলাটা তাঁর নিজের সিদ্ধান্তের ওপর নয়, তাঁর ফিটনেস কেমন, শরীর আদৌ দেবে কি না, তার ওপর নির্ভরশীল। অবশেষে ধোনির ডাক্তার তাঁর শরীর নিয়ে কী বলেছেন, তা জানালেন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) তারকা।

Continues below advertisement

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঘোরাঘুরি করছে। সেখানে ধোনিকে নিজের ফিটনেস সম্পর্কে বলতে শোনা যাচ্ছে, 'আমাকে ডাক্তার জানিয়েছেন যে আমি পরবর্তী পাঁচ বছর খেলা চালিয়ে যেতে পারি, তবে সেটা শুধু চোখ দিয়ে। বাকি শরীরের ফিটনেস নিয়ে আমায় এখনও ছাড়পত্র দেওয়া হয়নি। আর আমি তো চোখ দিয়ে ক্রিকেট খেলতে পারব না।'

বহুদিনের ৪০-র গণ্ডি পার করেছেন ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকেও অবসর নেওয়ার পর এতদিন হয়ে গিয়েছে যে তিনি এ বছরের আইপিএলে 'আনক্যাপড' ক্রিকেটার হিসাবে খেলার ছাড়পত্র পান। তবে মাহি অনুরাগীরা তাঁকে আইপিএলে খেলতে দেখার জন্য়ই তো সারাবছর মুখিয়ে থাকেন। সেই কারণেই কিংবদন্তি ক্রিকেটারের আইপিএল খেলা নিয়ে প্রশ্ন বারংবার ঘুরে ফিরে উঠে আসে। তবে ধোনির সাম্প্রতিক মন্তব্যে কিন্তু তাঁর আইপিএল ভবিষ্যত নিয়ে কোনও স্পষ্ট উত্তর এবারেও মিলল না।

Continues below advertisement

প্রসঙ্গত, গত মরশুমে ধোনির সিএসকে আইপিএলের ইতিহাসে প্রথমবার লিগ তালিকায় সবার নীচে শেষ করেছিল। হতাশাজনক এক মরশুমের পর পরবর্তী মরশুমে সিএসকের পরিকল্পনা কী হবে, দলে বড় কোনও বদল হবে কি না, সেইসব নিয়ে হলুদ ব্রিগেডের সমর্থকদের মনে প্রশ্ন রয়েছে। তবে ধোনি সমর্থকদের খানিকটা আশ্বস্তই করেন। এ বছর চোটের কারণে রুতুরাজ গায়কোয়াড় আইপিএলের মাঝমরশুম থেকেই ছিটকে গিয়েছিলেন। কিন্তু পরের বছর সিএসকে অধিনায়ক পুনরায় দলে ফিরবেন এবং তাতে দলের ব্যাটিং অর্ডার আরও মজবুত হবে বলেই মনে করছেন দলের হয়ে পাঁচ খেতাবজয়ী প্রাক্তন অধিনায়ক। 

'আমরা নিজেদের ব্যাটিং অর্ডার নিয়ে খানিকটা উদ্বিগ্নই ছিলাম। তবে এবার তো রুতুরাজ আবার ফিট হয়ে দলে ফিরবে। তাই আমার মনে হয় না আমাদের চিন্তার আর কোনও কারণ রয়েছে।' মত ধোনির। রুতুরাজ তো ফিরবেন, কিন্তু আইপিএল ২০২৬-এ ধোনি থাকবেন কি না, সেটাই দেখার বিষয় হতে চলেছে।