নয়াদিল্লি: আইপিএল (IPL 2025) শুরু হতে এখনও মাসখানেকের বেশি সময় বাকি। তবে ইতিমধ্যেই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের মতো দলগুলি ধীরে ধীরে নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এরই মাঝে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এক প্রাক্তন সৈনিক যোগ দিলেন চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings)। কে তিনি?
তাঁর নাম আর শ্রীরাম (R Sriram)। একদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দলের সদস্য। আন্তর্জাতিক ক্রিকেট দেখেন এমন দর্শকদের কাছে শ্রীরাম পরিচিত নাম। অতীতে অস্ট্রেলিয়া, বাংলাদেশের মতো দলগুলির সঙ্গে কাজ করেছেন শ্রীরাম। আইপিএলে আরসিবির স্পিন বোলিং এবং ব্যাটিং কোচের যুগ্ম দায়িত্ব পালন করেছেন তিনি। আরসিবির হয়ে ২০০৯ মরশুমে আইপিএলে খেলেওছেন। সেই শ্রীরামই এবার সিএসকের সহকারী বোলিং কোচ হিসাবে যোগ দিলেন। সোমবার, ২৪ ফেব্রুয়ারি সিএসকের তরফে এক বিবৃতিতে শ্রীরামের নিয়োগের কথা জানানো হয়।
সিএসকের তরফে বিবৃতিতে বলা হয়, 'প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শ্রীধরণ শ্রীরামকে চেন্নাই সুপার কিংসের সহকারী বোলিং কোচের পদে নিযুক্ত করা হয়েছে। শ্রীরাম ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত আটটি ওয়ান ডে ম্যাচে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।' বাঁ-হাতি অলরাউন্ডার জাতীয় দলের হয়ে আট ম্যাচে নয়টি উইকেট নিয়েছিলেন। ব্যাট হাতে তিনি ৮১ রানও করেন। এবার নতুন ভূমিকায় তাঁকে দেখা যাবে।
এটি এক অর্থে ৪৯ বছর বয়সি তারকার ঘরওয়াপসিও বটে। চেন্নাই থেকে তাঁর উত্থান। ঘরোয়া ক্রিকেটে তামিলনাড়ুর হয়েই তাঁর যাত্রা শুরু হয়। সেই তামিলনাড়ুরই চেনা পিচে, এম এ চিদাম্বরমর চেনা মাঠে তাঁকে এবার সেখানকার ফ্র্যাঞ্চইজি সিএসকেের ডাগ আউটে দেখা যবে। শ্রীরাম সিএসকেকে ষষ্ঠ আইপিএল খেতাব জিতে এককভাবে টুর্নামেন্টের সফলতম ফ্র্যাঞ্চাইজি হতে সাহায্য করতে পারেন কি না, এবার সেই দিকেই সকলের নজর থাকবে।
টুর্নামেন্ট শুরুর পর দ্বিতীয় দিনেই, ২৩ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্য়াচ দিয়ে এবারে নিজেদের অভিযান শুরু করতে চলেছে শ্রীরামের নতুন ফ্র্যাঞ্চাইজি সিএসকে।
আরও পড়ুন: গুরু-শিষ্যের দ্বৈরথ দিয়ে শুরু IPL 2025, RCB অধিনায়ক পাতিদারকে হুঁশিয়ারি KKR কোচ পণ্ডিতের