নয়াদিল্লি: ড্রাফটে নির্বাচিত হয়েছিলেন তিনি। পাকিস্তান সুপার লিগে (PSL 2025) পেশোয়ার জালমির হয়ে তাঁর খেলার কথাও ছিল। তবে লিজাড উইলিয়ামস চোটের কবলে পড়ায় করবিন বশকে (Corbin Bosch) বদলি হিসাবে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। তিনিও পিএসএলে খেলার বদলে আইপিএলকেই (IPL 2025) বেছে নেন। এর জেরে কড়া শাস্তি পেলেন প্রোটিয়া অলরাউন্ডার।

পেশোয়ার জালমির ডাইমিন্ড বাছাই বশকে পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বছরের জন্য নির্বাসিত করল। অর্থাৎ তিনি পরের বছরে আর পিএসএলে অংশগ্রহণ করতে পারবেন না। চুক্তি ভাঙায় তাঁকে আগেই আইনি নোটিস ধরিয়েছিল পিসিবি। এবার তাঁকে নিষেধ করা হল। শেষ মুহূর্তে পিএসএল থেকে নাম সরিয়ে নেওয়ার জন্য পেশোয়ার জালমি এবং ক্রিকেটপ্রেমীদের কাছে ক্ষমাও চেয়েছেন।

নিজের ভুল থেকে তিনি শিক্ষা নিয়ে ভবিষ্যতে নতুন উদ্যমে পিএসএলে খেলার ইচ্ছাপ্রকাশ করে ৩০ বছর বয়সি প্রোটিয়া অলরাউন্ডার এক বিবৃতিতে জানান, 'পিএসএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তটার জন্য আমি ক্ষমাপ্রার্থী। পেশোয়ার জালমি, পাকিস্তানের জনগণ এবং সর্বোপরি ক্রিকেটপ্রেমীদের হতাশ করার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি নিজের ভুল স্বীকার করছি এবং এক বছর নিষেধাজ্ঞা এবং পেনাল্টি শাস্তি হিসাবে মেনেও নিচ্ছি। এইটা খুব ভাল একটা শিক্ষা হল। তবে আমি এর থেকে শিক্ষা নিতে তৎপর। ভবিষ্যতে বাড়তি উদ্য়ম এবং সমর্থকদের ভরসা জয় করে পিএসএলে ফেরার আশা রইল।'

পিএসএল সাধারণত ফেব্রুয়ারি, মার্চ মাসে আয়োজিত হয়ে থাকে। তবে এ বছরে সেই সময় চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হওয়ায়, পিএসএলের দিনক্ষণ বদল করা হয়। সিদ্ধান্ত নেওয়া হয় যে এই বছর পাকিস্তানের ঠাসা সূচির দিকে নজর দিয়ে টুর্নামেন্টটি এপ্রিল, মে মাসেই খেলা হবে। এই বদলের ফলে আইপিএলের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়ায় পিএসএল। ফলে ক্রিকেটারদের আইপিএল বা পিএসএল, দুই টুর্নামেন্টের একটিই বেছে নিতে হত। বশ সেইমতোই পিএসএলের বদলে আইপিএলকে বাছেন। মুম্বই দলের হয়ে এখনও পর্যন্ত ম্যাচ খেলার সুযোগ না পেলেও, তিনি দলের সঙ্গেই রয়েছেন। এর জেরেই তাঁকে শাস্তি দিল ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড। 

১১ এপ্রিল থেকে এ বছরের পিএসএল টুর্নামেন্ট শুরু হবে। এই টুর্নামেন্টের দশম পর্বের প্রথম ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের বিরুদ্ধে লাহৌর কালান্দার্সরা মাঠে নামবে। রাওয়ালপিণ্ডিতে টুর্নামেন্টের এই প্রথম ম্যাচটি খেলা হবে।