নয়াদিল্লি: মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) আইপিএল ভবিষ্যৎ নিয়ে প্রবল জল্পনা-কল্পনা ছিল। তিনি আদৌ ২০২৪ সালের আইপিএলে (IPL 2024) খেলবেন কি না, সেই নিয়ে সন্দেহ ছিল সকলের মনে। ধোনি নিজেও এই বিষয়ে স্পষ্ট করে কিছুই জানাননি। তিনি গত বারের আইপিএলের সময় জানিয়েছিলেন ফিটনেসের উপরই তাঁর আগামী মরশুমে খেলা বা না খেলাটা নির্ভরশীল। তবে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) রিটেনশন তালিকা প্রকাশ্যে আসতেই ছবিটা স্পষ্ট হয়ে যায়। তাঁকে খেলোয়াড় হিসাবে রিটেন করে সিএসকে।
এবার ধোনির প্রসঙ্গে মুখ খুললেন সিএসকের সিইও কাশী বিশ্বনাথন (Kasi Viswanathan)। ধোনি কোনওদিনও কথা নিয়ে কথা রাখেননি, এমনটা হয়নি বলে সকলকে মনে করিয়ে দেন কাশী। সিএসকের শেয়ার করা এক ভিডিওতে তিনি বলেন, 'আমাদের নেতা কথা দিয়ে কখনও কথার খেলাফ করেননি। ও আগেই ওই সাক্ষাৎকারেই ওর পরিকল্পনা জানিয়ে দিয়েছিল। আমি এমএসকে যতটা চিনি, তাতে আমি নিশ্চিত যে ও যেটা বলেছে, সেটা করবে। ও তো এখনও খুবই ফিট। আমাদের নেতা তো আমাদের নেতাই'
ধোনি ২০২৩ সালের গোটা আইপিএল জুড়ে হাঁটুর চোট নিয়েই খেলেছেন। তাঁর হাঁটুতে ব্যান্ডেজ লাগিয়েই একের পর এক ম্যাচ খেলেছেন মাহি। এই চোটের জেরেই আরও বেশি তাঁর আসন্ন আইপিএলে অংশগ্রহণ করা নিয়ে প্রশ্ন উঠছিল। তবে জুন মাসে মুম্বইয়ে হাঁটুর অস্ত্রোপ্রচার সারেন ধোনি। তারপর তাঁকে রাঁচিতে বিভিন্ন সময়ে অনুশীলন করতেও দেখা গিয়েছে। তাই মাহিকে আরও এক মরশুমে ব্যাট হাতে মাঠে নামতে দেখা যাবে, তাঁর সমর্থকরা এমন আশা করতে পারেন।
ধোনির জনপ্রিয়তা যে ঠিক কতটা, তা সম্প্রতি এক ঘটনাই আরও একবার প্রমাণ করে দিল। সোশ্যাল সম্প্রতি মাহির এক ভিডিও বেশ ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে ধোনি নিজে ব্যক্তিগতভাবে দূরে থাকলেও তিনি যাই করেন, তা সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়ে যায়।
সম্প্রতি প্রাক্তন ভারতীয় অধিনায়ককে এক কালো রঙের মার্সিডিজ গাড়ি চালাতে দেখা গিয়েছে, যার নম্বর প্লেট ০০০৭। এই নম্বর প্লেটটা বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ ধোনির জার্সি নম্বরও সাত। তিনি চেন্নাই সুপার কিংস থেকে ভারতীয় ক্রিকেট, সর্বত্রই সাত নম্বর জার্সি পরে ক্রিকেট খেলেছেন। সেই নম্বরই তাঁর গাড়ির নম্বর প্লেটেও। ধোনির এই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওতে ধোনিকে নিজেই ড্রাইভারের সিটে স্টিয়ারিং হাতেও দেখা গিয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
আরও পড়ুন: গিলকে অধিনায়কের দায়িত্ব দিয়ে ভুল করেছে টাইটান্স! কী বললেন ডিভিলিয়ার্স?