কলকাতা: আইপিএলে (IPL) বাংলার ক্রিকেটারদের নিয়ে আগ্রহ প্রকাশ করে না বলে বারবার কাঠগড়ায় তোলা হয় কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders)। তবে বাংলা থেকে প্রতিভা অণ্বেষণের জন্য ফের উদ্যোগী হল কেকেআর। শুরু হল ষষ্ঠ জুনিয়র নাইট চ্যাম্পিয়নশিপ। বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি-র সঙ্গে গাঁটছড়া বেঁধে এই টুর্নামেন্টের আয়োজন করে কেকেআর। বাংলা থেকে ভবিষ্যতের ক্রিকেটার তুলে আনার জন্য এই উদ্যোগ শাহরুখ খান, জুহি চাওলার দলের।
অনূর্ধ্ব ১৫ ক্রিকেটারদের নিয়ে হবে এই টুর্নামেন্ট। আগে মেয়রস কাপ নামে খেলা হতো টুর্নামেন্টটি। ২৯ নভেম্বর শুরু হয়ে পরের বছর পর্যন্ত চলবে টুর্নামেন্ট। ৬৪টি স্কুল দল এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে। ১৬টি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলিকে। ৩২ মাঠে মোট ১১১টি ম্যাচ খেলা হবে সারা রাজ্য জুড়ে। ৪৫ ওভার করে ওয়ান ডে ফর্ম্যাটে হবে খেলা। তবে সেমিফাইনাল ও ফাইনালে বদলে যাবে ফর্ম্য়াট। ৮৫ ওভার করে হবে সেমিফাইনাল ও ফাইনাল। দুদিন ধরে চলবে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ। এই টুর্নামেন্টে বিজয়ী দলের ক্রিকেটারদের মুম্বইয়ে কেকেআর অ্যাকাডেমিতে প্রশিক্ষণের সুযোগ করে দেওয়া হবে।
আইপিএলে (IPL 2024) নতুন মরসুমের আগে মোট ১২ জন প্লেয়ারকে ছেড়ে দিল কেকেআর(Kolkata Knight Riders) । তাঁদের মধ্যে রয়েছেন- শাকিব আল হাসান, লিটন দাস, ডেভিড উইজি, আর্য দেশাই, নারায়ণ জগদীশান, কুলওন্ত খেজরিওয়ালিয়া, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, জনসন চার্লস। কেকেআর শিবির ধরে রাখল যাঁদের তাঁদের নাম দেখে নেওয়া যাক - নীতিশ রানা, শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিংহ, রহমনউল্লাহ গুরবাজ, সুনীল নারাইন, জেসন রয়, সুয়াশ শর্মা, অনুকূল রয়, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব আরোরা, বরুণ চক্রবর্তী।
রবিবারই শেষ দিন ছিল প্রতিটি দলের কাছে যে তারা কোন কোন ক্রিকেটারকে ছেড়ে দিতে চায়, তা জানানোর। কেকেআর শিবিরের সবচেয়ে বড় নাম ছেড়ে দেওয়া প্লেয়ারদের তালিকায় শাকিব ও লিটনও। বাংলাদেশের অধিনায়ক গত মরসুমে খেলেননি। লিটন একটি মাত্র ম্যাচ খেলেছিলেন। এবার রয় পুরো মরসুমেই খেলতে পারবেন। তাই গুরবাজের সঙ্গে ওপেনিংয়ে রয় থাকলে কেকেআরের ব্যাটিং লাইন আপ যে আরও শক্তিশালী হবে তা বলাই যায়। এছাড়াও শার্দুল ঠাকুরকেও ছেড়ে দিয়েছে কেকেআর। ফলে নিলামে তাঁরা অলরাউন্ডারের জন্য ঝাঁপাতে পারবে। তবে কেকেআর শিবিরের সবচেয়ে বড় চমক হতে পারে বোলিং ব্রিগেড। সাউদি, ফার্গুসন, উমেশের মত অভিজ্ঞ তারকাদের ছেড়ে দিয়েছে কেকেআর শিবির। গম্ভীর মেন্টর হয়ে আসার পর এই বিষয়টা কিন্তু বেশ উল্লেখযোগ্য। ক্রিকেটার থাকাকালিন গম্ভীর বারবার বলতেন যে বোলাররা ম্যাচ জেতান মূলত। তাই এবার মেন্টর হিসেবে নিলামের টেবিলে কোন কোন বোলারদের দলে নেয় তা দেখার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বারুদের বিষগন্ধেও বিশ্বজয়ের বীজ! আফগানিস্তানের স্বপ্ন দেখা শুরু হয় এক ভারতীয়র হাত ধরেই