CSK vs KXIP, Final Score: ওয়াটসন-ডুপ্লেসির দাপটে পঞ্জাবকে ১০ উইকেটে হারাল চেন্নাই

Chennai Super Kings vs Kings XI Punjab, IPL 2020: দলে তিনটি পরিবর্তন করেছেন কে এল রাহুল। করুণ নায়ার, কে গৌতম ও জেমস নিশামের পরিবর্তে দলে নেওয়া হয়েছে মনদীপ সিংহ, হরপ্রীত ব্রার ও ক্রিস জর্ডানকে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 04 Oct 2020 11:48 PM
2nd Innings, Chennai Super Kings: ১৭.৪ ওভারে বিনা উইকেটে ১৮১ রান তুলে নিল চেন্নাই। পঞ্জাবকে ১০ উইকেটে হারাল ধোনির দল।
2nd Innings, Chennai Super Kings: ১৭ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ১৬৮/০।
2nd Innings, Chennai Super Kings: ১৬ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ১৫৬/০।
2nd Innings, Chennai Super Kings: ১৫ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ১৫০/০।
2nd Innings, Chennai Super Kings: ১৪ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ১৩৫/০।
2nd Innings, Chennai Super Kings: ১৩ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ১২৩/০।
2nd Innings, Chennai Super Kings: ১২ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ১১৯/০।
2nd Innings, Chennai Super Kings: ১১ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ১১২/০।
2nd Innings, Chennai Super Kings: ৩৩ বলে হাফসেঞ্চুরি সম্পূর্ণ করলেন ফাফ ডুপ্লেসি।
2nd Innings, Chennai Super Kings: ক্রিস জর্ডানকে পরপর দুটো বাউন্ডারি মেরে ৩১ বলে হাফসেঞ্চুরি সম্পূর্ণ করলেন শেন ওয়াটসন।
2nd Innings, Chennai Super Kings: ১০ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ১০১/০।
2nd Innings, Chennai Super Kings: ৯ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ৯৫/০।
2nd Innings, Chennai Super Kings: ৮ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ৮১/০।
2nd Innings, Chennai Super Kings: ৭ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ৬৬/০।
2nd Innings, Chennai Super Kings: ৬ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ৬০/০।
2nd Innings, Chennai Super Kings: ৫ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ৪১/০।
2nd Innings, Chennai Super Kings: ৪ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ৩২/০।
2nd Innings, Chennai Super Kings: ৩ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ২৫/০।
2nd Innings, Chennai Super Kings: ২ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ১৬/০।
2nd Innings, Chennai Super Kings: ১ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ৯/০।
1st Innings, Kings XI Punjab: ২০ ওভারে পঞ্জাবের স্কোর ১৭৮/৪।
1st Innings, Kings XI Punjab: ১৯ ওভারে পঞ্জাবের স্কোর ১৬৬/৪।
1st Innings, Kings XI Punjab: ১৭ বলে ৩৩ রান করে শার্দুল ঠাকুরের বলে আউট হলেন নিকলাস পুরান। পরের বলেই আউট রাহুল (৫২ বলে ৬৩ রান)। ১৮ ওভারে পঞ্জাবের স্কোর ১৫৫/৪।
1st Innings, Kings XI Punjab: ১৭ ওভারে পঞ্জাবের স্কোর ১৫২/২।
1st Innings, Kings XI Punjab: ১৬ ওভারে পঞ্জাবের স্কোর ১৪১/২।
1st Innings, Kings XI Punjab: ১৫ ওভারে পঞ্জাবের স্কোর ১৩০/২।
1st Innings, Kings XI Punjab: ১৪ ওভারে পঞ্জাবের স্কোর ১১৪/২।
1st Innings, Kings XI Punjab: ১৩ ওভারে পঞ্জাবের স্কোর ১০১/২।
1st Innings, Kings XI Punjab: রবীন্দ্র জাডেজার বলে আউট মনদীপ সিংহ (১৬ বলে ২৭ রান)। ১২ ওভারে পঞ্জাবের স্কোর ৯৪/২।
1st Innings, Kings XI Punjab: ১১ ওভারে পঞ্জাবের স্কোর ৮৮/১।
1st Innings, Kings XI Punjab: ১০ ওভারে পঞ্জাবের স্কোর ৭১/১।
1st Innings, Kings XI Punjab: ৯ ওভারে পঞ্জাবের স্কোর ৬৬/১।
1st Innings, Kings XI Punjab: নবম ওভারে পঞ্জাব ইনিংসকে প্রথম ধাক্কা চেন্নাইয়ের। পীযূষ চাওলার বলে ফিরলেন ময়ঙ্ক অগ্রবাল (১৯ বলে ২৬ রান)। ৮.১ ওভারে পঞ্জাবের স্কোর ৬১/১।
1st Innings, Kings XI Punjab: ৮ ওভারের শেষে পঞ্জাবের স্কোর বিনা উইকেটে ৬১ রান।
1st Innings, Kings XI Punjab: ৭ ওভারের শেষে পঞ্জাবের স্কোর বিনা উইকেটে ৫৫ রান।
1st Innings, Kings XI Punjab: ৬ ওভারের শেষে পঞ্জাবের স্কোর বিনা উইকেটে ৪৬ রান।
1st Innings, Kings XI Punjab: ৫ ওভারের শেষে পঞ্জাবের স্কোর বিনা উইকেটে ৩৮ রান।
1st Innings, Kings XI Punjab: ৪ ওভারের শেষে পঞ্জাবের স্কোর বিনা উইকেটে ৩১ রান।
1st Innings, Kings XI Punjab: ৩ ওভারে বিনা উইকেটে ১৯ রান তুলল পঞ্জাব।
1st Innings, Kings XI Punjab: ২ ওভারে বিনা উইকেটে ১২ রান তুলল পঞ্জাব।
1st Innings, Kings XI Punjab: ১ ওভারে বিনা উইকেটে ৪ রান তুলল পঞ্জাব।

প্রেক্ষাপট

দুবাই: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং নিল কিংস ইলেভেন পঞ্জাব। দলে তিনটি পরিবর্তন করেছেন কে এল রাহুল। করুণ নায়ার, কে গৌতম ও জেমস নিশামের পরিবর্তে দলে নেওয়া হয়েছে মনদীপ সিংহ, হরপ্রীত ব্রার ও ক্রিস জর্ডানকে। তবে মহেন্দ্র সিংহ ধোনিদের দল অপরিবর্তিত।

চেন্নাই সুপার কিংস দল: ফাফ ডুপ্লেসি, শেন ওয়াটসন, অম্বাতি রায়ডু, কেদার যাদব, মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, স্যাম কারান, ডোয়েন ব্র্যাভো, দীপক চাহার, শার্দুল ঠাকুর ও পীযূষ চাওলা।

কিংস ইলেভেন পঞ্জাব দল: কে এল রাহুল (অধিনায়ক), ময়ঙ্ক অগ্রবাল, নিকলাস পুরান, গ্লেন ম্যাক্সওয়েল, মনদীপ সিংহ, সরফরাজ খান, ক্রিস জর্ডান, হরপ্রীত ব্রার, রবি বিষ্ণোই. শেলডন কটরেল ও মহম্মদ শামি।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.