আবু ধাবি: করোনার ধাক্কা সামলে অবশেষে শুরু হচ্ছে আইপিএল। আজ, শনিবার আবু ধাবিতে প্রথম ম্যাচে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। অর্থাৎ, আইপিএলের বোধনেই রোহিত শর্মা বনাম মহেন্দ্র সিংহ ধোনির ধুন্ধুমার লড়াই।
মরুদেশে কেমন হতে চলেছে দুই দলের প্রথম একাদশ? মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশে কয়েকটি নাম নিশ্চিত। যেমন অধিনায়ক রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের সেরা পেসার যশপ্রীত বুমরাহ, হার্দিক ও ক্রুণাল পাণ্ড্য। বিদেশি ক্রিকেটারদের মধ্যে কায়রন পোলার্ডের খেলা নিশ্চিত। ওপেনিংয়ে ক্রিস লিনের চেয়ে দৌড়ে এগিয়ে কুইন্টন ডি’কক। মিচেল ম্যাকলেনাঘান ও ট্রেন্ট বোল্টের মধ্যে খেলবেন একজন। উইকেটে বল সুইং করলে বোল্টের খেলার সম্ভাবনা বাড়বে। তবে মুম্বইয়ের হয়ে ম্যাকলেনাঘানের ধারাবাহিক পারফর্ম করার নজির রয়েছে। কোণাকুণি দৌড়ে এসে তাঁর নিঁখুত লাইন-লেংথের জন্য তিনিও থাকতে পারেন প্রথম একাদশে।
অন্যদিকে, চেন্নাইয়ের প্রথম একাদশে ধোনি ছাড়াও শেন ওয়াটসন, অম্বাতি রায়ডু, কেদার যাদব, রবীন্দ্র জাডেজা, ডোয়েন ব্র্যাভো, দীপক চাহাররা কার্যত নিশ্চিত। ওপেনিংয়ে মুরলী বিজয় ও ফাফ ডুপ্লেসির মধ্যে একজন খেলবেন। ইমরান তাহির ও মিচেল স্যান্টনারের মধ্যে একজন স্পিনারের খেলার সম্ভাবনা। তবে দৌড়ে এগিয়ে তাহির। তিনি উইকেট নিতে দক্ষ। পাশাপাশি বাঁহাতি স্পিনার হিসাবে জাডেজা থাকায় আরেক বাঁহাতি স্পিনার স্যান্টনারকে না-ও খেলানো হতে পারে। শার্দুল ঠাকুর ও স্যাম কারানের মধ্যে খেলানো হতে পারে একজনকে।
সম্ভাব্য একাদশ:
মুম্বই
রোহিত শর্মা (অধিনায়ক)
কুইন্টন ডি কক
সূর্যকুমার যাদব
ইশান কিষাণ
কায়রন পোলার্ড
হার্দিক পাণ্ড্য
ক্রুণাল পাণ্ড্য
রাহুল চাহার
যশপ্রীত বুমরাহ
ধবল কুলকার্নি
ট্রেন্ট বোল্ট/মিচেল ম্যাকলেনাঘান
চেন্নাই
শেন ওয়াটসন
ফাফ ডুপ্লেসি/মুরলী বিজয়
অম্বাতি রায়ডু
মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক)
কেদার যাদব
ডোয়েন ব্র্যাভো
রবীন্দ্র জাডেজা
ইমরান তাহির
দীপক চাহার
পীযূষ চাওলা
শার্দুল ঠাকুর/স্যাম কারান
আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই-মুম্বই: দেখে নিন দু দলের সম্ভাব্য প্রথম একাদশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Sep 2020 06:30 PM (IST)
আইপিএলের বোধনেই রোহিত শর্মা বনাম মহেন্দ্র সিংহ ধোনির ধুন্ধুমার লড়াই।
NEXT
PREV
আইপিএল (ipl) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -