CSK vs PBKS Live Cricket Score: বেয়ারস্টো-রুসোর পর কারান, শশাঙ্কের অর্ধশতরানের পার্টনারশিপ, ৭ উইকেটে জয় পেল পাঞ্জাব
CSK vs PBKS: এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে দুই দল মুখোমুখি হয়েছে মোট ২৮ বার মুখোমুখি হয়েছে। তার মধ্য়ে ১৫ বার জয় ছিনিয়ে নিয়েছে রুতুরাজের দল। অন্যদিকে পাঞ্জাব ১৩ বার জিতেছে।
চতুর্থ উইকেটে অপরাজিত ৫০ রান যোগ করে দলের জয় সুনিশ্চিত করলেন স্যাম কারান ও শশাঙ্ক সিংহ। ক্যাপ্টেন কারান ২৬ ও শশাঙ্ক ২৫ রানে অপরাজিত রইলেন। ১৩ বল বাকি থাকতেই সাত উইকেটে জিতল পাঞ্জাব।
১৪তম ওভারে শার্দুল ঠাকুর ১৩ রান খরচ করেছিলেন। কিন্তু সেই ওভারের পরেই অনবদ্য ১৫তম ওভার করলেন মুস্তাফিজুর। মেডেন ওভার বল করলেন তিনি। তাও শেষ পাঁচ ওভারে পাঞ্জাবের জয়ের জন্য মাত্র ২৮ রানের প্রয়োজন। বর্তমান স্কোর ১৩৫/৩।
বেয়ারস্টো আউট হওয়ার পর আরেক সেট ব্যাটার রাইলি রুসোও খুব বেশিদূর এগোতে পারলেন না। তিনি ৪৩ রানে সাজঘরে ফিরলেন। তাঁর উইকেট নিলেন শার্দুল ঠাকুর। তবে এই মুহূর্তে কিন্তু পাঞ্জাবের পাল্লাই কিছুটা ভারি। ১৩ ওভার শেষে স্কোর ১২২/৩। জয়ের জন্য সাত ওভারে আর ৪১ রানের প্রয়োজন।
অর্ধশতরানের দোরগোড়ায় আউট হলেন জনি বেয়ারস্টো। ৪৬ রানে তাঁকে সাজঘরে ফেরালেন শিবম দুবে। ১১ ওভার শেষে পাঞ্জাব কিংসের স্কোর ৯৯/২।
নিজের প্রথম আইপিএল উইকেট পেলেন রিচার্ড গ্লিসন। ১৩ রানে প্রভসিমরণকে ফেরালেন তিনি। উইকেট পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসে ভাসেন গ্লিসন। ১৯ রানে প্রথম উইকেট হারাল পাঞ্জাব।
ইনিংসের শুরুতেই অর্শদীপের বদলে ইমপ্যাক্ট ক্রিকেটার হিসাবে প্রভসিমরণ সিংহকে নামায় পাঞ্জাব কিংস। তিনি প্রথম ওভার থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করা শুরু করে দিয়েছেন। শার্দুল ঠাকুরকে একটি চার ও ছক্কা হাঁকান তিনি। প্রথম ওভার শেষে স্কোর বিনা উইকেটে ১২ রান।
শেষ ওভারে উঠল ১৩ রান। নির্ধারিত ২০ ওভারে ১৬২/৭ তুলল সিএসকে। ধোনি ইনিংসের শেষ বলে ১৪ রান করে আউট হলেন।
রানের গতি বাড়াতে প্রয়োজন বড় শট। সেই লক্ষ্যেই রাহুল চাহারের বলে আক্রমণ শানাতে গিয়ে ১৫ রানে সাজঘরে ফিরতে হল মঈন আলিকে। ১৯ ওভার শেষে সিএসকের স্কোর ১৪৯/৬।
যে পিচে সিংহভাগ ব্যাটাররাই ছন্দ পেতে চাপে পড়েছেন। সেখানে বেশ খানিকটা সময় কাটিয়ে অবশেষে ছন্দ পেয়েছিলেন রুতু। কিন্তু সেট সিএসকে অধিনায়ককে ৬২ রানে ফিরিয়ে পাঞ্জাবকে বড় সাফল্য এনে দিলেন অর্শদীপ সিংহ। তবে ১৮তম ওভার থেকে এল ১৫ রান। সিএসকের বর্তমান স্কোর ১৪৬/৫।
১৭তম ওভারে ম্যাচের প্রথম ছক্কা হাঁকালেন রুতুরাজ গায়কোয়াড়। এই ছক্কার সুবাদেই ৪৪ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন তিনি। ১৭ ওভরে সিএসকের স্কোর ১৩১/৪।
১৩ ওভার শেষে সিএসকের স্কোর তিন উইকেটের বিনিময়ে ৮৫ রান। বর্তমানে রুতুরাজ ৩৬ রানে ও সমীর রিজ়ভি ১২ ব্যাট করছেন। এখনও পর্যন্ত সিএসকের তিন উইকেটই নিয়েছেন পাঞ্জাব স্পিনাররা। রাহানে ও শিবম দুবেকে (০) ফেরান ব্রার। জাডেজাকে ২ রানে আউট করেন রাহুল চাহার।
৬৪ রানে ভাঙল ওপেনিং পার্টনারশিপ। হরপ্রীত ব্রারের বলে স্যুইপ মারতে গিয়ে রুসোর হাতে ধরা দিলেন অজিঙ্ক রাহানে। তাঁর সংগ্রহ ২৯ রান।
শুরুটা খানিক দেখেশুনে করলেও, পাওয়ার প্লের শেষটা কিন্তু দুরন্তভাবে করল সিএসকে। হলুদ ব্রিগেড পাওয়ার প্লের শেষ তিন ওভাে তুলল ৩৫ রান। ছয় ওভার শেষে স্কোর বিনা উইকেটে ৫৫ রান। রুতুরাজ ও রাহানে, উভয় তারকা ওপেনারই ২৫ রানে অপরাজিত রয়েছেন।
তিন ওভার শেষে সিএসকের স্কোর বিনা উইকেটে ২০ রান। রুতুরাজ ১২ ও রাহানে সাত রানে ব্যাট করছেন। শুরুটা সিএসকে খানিকটা যে দেখেশুনেই করেছে, তা বলাই বাহুল্য।
সিএসকে দলে দুই বদল ঘটানো হয়েছে। পাথিশা পাথিরানা ও তুষার দেশপাণ্ডের বদলে দলে আসলেন শার্দুল ঠাকুর। ৩৬ বছর ১৫১ দিনে আইপিএলের সর্বকালের দ্বিতীয় প্রবীণতম ক্রিকেটার হিসাবে অভিষেক ঘটাতে চলেছেন রিচার্ড গ্লিসন। কেকেআরের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের দল নিয়েই এই ম্যাচেও মাঠে নামছে পাঞ্জাব কিংস।
টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন পাঞ্জাব কিংস অধিনায়ক স্যাম কারান। টস জিতলেও তাঁরা প্রথমে ফিল্ডিং করতেন বলে জানান সিএসকে অধিনায়ক রুতুরাজ।
প্রেক্ষাপট
চেন্নাই: আজ ঘরের মাঠে পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে নামতে চলেছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। চলতি আইপিএলে দ্বিতীয়বার একই দলের বিরুদ্ধে টানা দু বার মাঠে নামতে চলেছে রুতুরাজ গায়কোয়াডের দল। আজ চিপকে নামবে সিএসকে। তিনদিন পর অ্যাওয়ে ম্য়াচে ফের পাঞ্জাবের মুখোমুখি হবে সিএসকে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। অন্যদিকে অষ্টম স্থানে রয়েছে পাঞ্জাব কিংস। এখনও পর্যন্ত সিএসকে চলতি মরশুমে নিজেদের পাঁচটি হোম ম্য়াচ খেলে মোট চারটি ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছিল। তাই পাঞ্জাবের বিরুদ্ধে নিঃসন্দেহে চ্যালেঞ্জ আজ।
এখনও পর্যন্ত ৯টি ম্য়াচ খেলে মোট পাঁচটি ম্য়াচ জিতেছে চেন্নাই। চারটি ম্য়াচ হেরেছে তারা। ১০ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে তারা। অন্যদিকে পাঞ্জাব কিংস ৯ ম্য়াচ খেলে এখনও পর্যন্ত ৩টি ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে।
শিশির একটা ফ্যাক্টর হতে পারে এই মাঠে। এই ম্যাচ যদিও নতুন পিচে খেলা হওয়ার কথা। সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে যেই পিচে খেলা হয়েছিল, তার তুলনায় অনেক শুকনো পিচ থাকতে পারে।
চেন্নাই সুপার কিংসের চিন্তর কারণ হতে পারে অজিঙ্ক রাহানের ফর্ম। তিনি এবারের মরশুমে একেবারেই ছন্দে নেই। রান পাননি গত কয়েকটি ম্য়াচে টানা। মাথিসা পাথিরানার ফিরে আসা কিন্তু চেন্নাইয়ের বোলিং লাইন আপকে অনেক শক্তিশালী করে দিয়েছে। মুস্তাফিজুর রহমন ও পাথিরানা জুটির বিরুদ্ধে খেলা যে কোনও ব্যাটিং লাইন আপের সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
পাঞ্জাব শিবিরে মিডল অর্ডারে আশুতোষ শর্মা ও শশাঙ্ক সিংহ জুটি প্রতি ম্য়াচে ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করে যাচ্ছেন। আজ শিখর ধবন ফিরলে অবশ্য প্রভসিমরন সিংহকে হয়ত বসতে হবে। বোলিং লাইন আপে রাবাডার সঙ্গে রয়েছেন অর্শদীপ সিংহ। তবে পাঞ্জাবের এই মরশুমের প্রধান বোলার হর্ষল পটেল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -