নয়াদিল্লি: করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে ভারতে। নতুন করে আতঙ্কে দিন কাটছে দেশের মানুষের। যদিও আইপিএল চলছে রমরমিয়ে। যদিও দর্শকশূন্য স্টেডিয়ামে। এবং জৈব সুরক্ষা বলয় তৈরি করে। তবু বিতর্ক থাকছে। আর সেই বিতর্ক এবার উস্কে দিলেন অ্যাডাম গিলক্রিস্ট। কিংবদন্তি অজি উইকেটকিপার প্রশ্ন করেছেন, আইপিএল কি মানুষকে অন্যমনস্ক করছে? ভারতীয়দের কি করোনার বর্তমান পরিস্থিতি ভুলতে সাহায্য করছে আইপিএল?


গিলক্রিস্টের ট্যুইট নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ট্যুইট করে সাধারণ ভারতীয়দের কাছে প্রশ্ন তোলেন। তিনি জানান, বর্তমানে ভারতে কোভিডের অবস্থা খুব খারাপ। এমন অবস্থায় আইপিএল হওয়া কি ঠিক? নিজের ট্যুইটে হেঁয়ালি করেছেন গিলক্রিস্ট। নিজে কোনও সিদ্ধান্তে উপনীত হননি। প্রশ্ন ছুড়ে দিয়েছেন জনসাধারণকে। ট্যুইটারে গিলক্রিস্ট লেখেন, ‘কোভিডের সংখ্যা ভয়ঙ্কর এমন অবস্থায় সমস্ত ভারতীয়কে শুভকামনা জানাই। আইপিএল চলছে। উচিত হচ্ছে? নাকি প্রতি রাতে মনকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়াটা উপযুক্ত? আপনি যা মনে করবেন। আপনাদের জন্য প্রার্থনা রইল।‘ 


এরপরেই ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই লেখেন, এবারের আইপিএল ভারতীয়দের একটু হলেও স্বস্তি দিচ্ছে। কারণ দেশের অনেক রাজ্যেই বর্তমানে কোভিডের জন্য নাইট কার্ফু শুরু হচ্ছে। কোথাও কোথাও সম্পূর্ণ লকডাউনও হতে শুরু করেছে। যেখানে এই সব কিছু হয়নি, সেখানে মানুষকে বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছে প্রশাসন। জরুরি কাজ ছাড়া বেরতে বারণ করা হচ্ছে। যদিও অনেকেই সেই নিষেধাজ্ঞা মানছেন না। অনেকের মতে, এমন অবস্থায় আইপিএল মানুষের মনের স্বাদকে একটু বদলাচ্ছে। ভয় থেকে মুক্তিও দিচ্ছে। পাশাপাশি সন্ধের পর থেকে সকলে বাড়িতেই থাকছেন টিভিতে খেলা দেখবেন বলে। 


অনেকে আবার লেখেন, গিলক্রিস্ট যেটা বলতে পেরেছেন সেটা দেশের কোনও ক্রিকেটার বলতে সাহস পাবেন না। যেখানে দেশের এমন পরিস্থিতি, প্রত্যেক দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা, সেখানে এমন বিনোদনের খেলা চলে কী করে! তাঁদের মতে, গিলক্রিস্ট যা বলেছেন ঠিক বলেছেন।


গিলক্রিস্ট নিজে আইপিএলে ৮০টি ম্যাচ খেলেছিলেন। তাঁর নেতৃত্বে দ্বিতীয় আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছেন হায়দরাবাদ ডেকান চার্জার্স।