চেন্নাই: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে আইপিএলের ১৭তম সংস্করণ। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই গত বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (CSK vs RCB) একে অপরের মুখোমুখি হবে। সিএসকের ঘরের মাঠ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আয়োজিত হবে ম্যাচ। সিএসকে বনাম আরসিবি মানেই দুই মহাতারকা মহেন্দ্র সিংহ ধোনি বনাম বিরাট কোহলির লড়াই। তাই স্বাভাবিকভাবেই এই ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীরা খুবই উৎসাহিত। তবে আইপিএলের ইতিহাস কী বলছে?  


সিএসকে বনাম আরসিবির লড়াইয়ে কে এগিয়ে, কে পিছিয়ে? সিএসকে এবং আরসিবি আইপিএলের মঞ্চে মোট ৩১ বার একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে। এর মধ্যে আরসিবি জিতেছে মাত্র ১০টি ম্যাচ, ২০টি ম্যাচেই জয়ী হয়েছে সিএসকের হলুদ ব্রিগেড। একটি ম্যাচ অমীমাংসিত শেষ হয়েছে।


২০০৮ সালে দুই দল প্রথমবার একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে সিএসকে ১৩ রানে আরসিবিকে হারায়। এবার ৩২ নম্বর বার দুইদল মুখোমুখি হতে চলেছে। ম্যাচের আগে জোরকদমে অনুশীলন সারছেন আরসিবি তারকা। সেই অনুশীলনেই এক মজাদার ঘটনা ঘটল। বেশ কিছুদিন মাঠের বাইরে থাকার পর আইপিএলের মাধ্য়মেই প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন সদ্য দ্বিতীয়বারের জন্য বাবা হওয়া বিরাট কোহলি।


আরসিবি তারকা অনুশীলন তথা ম্যাচ প্রস্তুতি বারংবার সকলেরই প্রশংসা কেড়েছে। আইপিএল শুরুর আগেও তিনি একাগ্রভাবে নেটে কভার ড্রাইভ, স্ট্রেট ড্রাইভ মেরে অনুশীলন সারলেন। কোহলির নেটে ব্যাটিংয়ের সময়ই তাঁর ঠিক পিছনেই অবিকল কোহলিকে নকল করলেন তাঁর সতীর্থরা। ব্যাটিং স্টান্স থেকে ফিল্ডিং করার সময় কোহলির অঙ্গভঙ্গি সবেরই দেখা মিলল।


 






কোহলির ব্যাটিং স্টান্স এবং কভার ড্রাইভ মারা নকল করার চেষ্টা করেন গ্লেন ম্যাক্সওয়েল। ফিল্ডিংয়ের সময় কোহলির অঙ্গভঙ্গি নকল করে দেখান ম্যাক্সওয়েলরই পাশে দাঁড়ানো মহম্মদ সিরাজ। গোটা ঘটনার ভিডিওটি আইপিএলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আপলোডও করা হয়। ভিডিওটি নেটিজেনদের বেশ নজরও কেড়েছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: কেকেআরের মরশুমের প্রথম ম্যাচেই বিঘ্ন! বৃষ্টিতে পণ্ড হবে খেলা?