আবু ধাবি: একপেশে লড়াইয়ে রাজস্থান রয়্যালসের কাছে ৭ উইকেটে হেরে গেল চেন্নাই সুপার কিংস। সেই সঙ্গে মহেন্দ্র সিংহ ধোনিদের প্লে অফে ওঠার স্বপ্নের কার্যত সলিল সমাধি। ১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সকলের নীচে সিএসকে। বাকি চারটি ম্যাচের সবকটি জিতলে ধোনিদের পয়েন্ট হবে ১৪। সেক্ষেত্রেও প্লে অফে যাওয়ার জন্য তাঁদের নির্ভর করতে হবে অন্য দলের ফলাফলের ওপর। নির্ভর করতে হবে জটিল অঙ্কে। সব মিলিয়ে আইপিএলের ট্রফির দৌড় থেকে কার্যত ছিটকে গেল সিএসকে।


টসের পর চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি বলেছিলেন, উইকেট দেখে তাঁর মন্থর মনে হয়েছে এবং ম্যাচ যত এগবে, ততই গতি হারাবে বাইশ গজ। তাই প্রথম ব্যাট করে নেওয়ার সিদ্ধান্ত নেন ধোনি। তবে প্রথমে ব্যাট করেও সুবিধা করতে পারেনি সিএসকে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাত্র ১২৫/৫ স্কোরে আটকে যান ধোনিরা। হাতে উইকেট থাকলেও শেষ ৫ ওভারে মাত্র ৩৬ রান উঠল। ব্যাট হাতে একমাত্র লড়াই করলেন রবীন্দ্র জাডেজা ও ধোনি। ৩০ বলে ৩৫ রান করে অপরাজিত রইলেন জাডেজা। তাঁর ইনিংসে ছিল ৪টি চার। আর ধোনি ২৮ বলে ২৮ রান করে ফিরলেন। রাজস্থানের বোলারদের মধ্যে রাহুল তেওয়াটিয়া, জোফ্রা আর্চার, কার্তিক ত্যাগী ও শ্রেয়স গোপাল একটি করে উইকেট নিয়েছেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে পরপর তিন উইকেট হারিয়ে ২৮/৩ হয়ে গিয়েছিল রাজস্থান। সিএসকে বোলাররা পাল্টা লড়াই চালাচ্ছিলেন। দুটি উইকেট তুলে নেন দীপক চাহার। তবে জশ বাটলার (৪৮ বলে অপরাজিত ৭০ রান) ও স্টিভ স্মিথ (৩৪ বলে অপরাজিত ২৬ রান) ম্য়াচ বার করে নেন। ১৫ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান। এই জয়ের ফলে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে উঠে এলেন স্মিথরা।