নয়াদিল্লি: করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন বেসামাল দেশ, তখন রাজধানী দিল্লিতে আজ, বুধবার থেকে শুরু হচ্ছে আইপিএল পর্ব। মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ।


চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লির ফিরোজ শাহ কোটলায় দুই দলেরই ঈর্ষণীয় রেকর্ড। দুই দলই এই মাঠে (বর্তমান নাম অরুণ জেটলি স্টেডিয়াম) আইপিএলে ৮টি করে ম্যাচ খেলে ৬টি করে ম্য়াচে জিতেছে। তবে এই ম্যাচের আগে দুই দল সম্পূর্ণ দুই মেরুতে। চেন্নাই প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর থেকে টানা চার ম্যাচ জিতে নামছে। ধোনি ব্রিগেডের কাছে টুর্নামেন্টে অপরাজিত তকমা ঘুচে গিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরেরও। অন্যদিকে, হায়দরাবাদ ৫ ম্যাচের মধ্যে ৪টি হেরে গিয়েছে। আগের ম্যাচে কেন উইলিয়ামসন ও জে সূচিথের দুরন্ত লড়াই সত্ত্বেও সুপার ওভারে দিল্লি ক্যাপিটালসের কাছে হারতে হয়েছিল ডেভিড ওয়ার্নারদের।


এই ম্যাচে আলাদা করে সকলের নজর থাকবে রবীন্দ্র জাডেজার দিকে। আগের ম্যাচে বিরাট কোহলিদের বিরুদ্ধে কার্যত একা হাতে দলকে জিতিয়েছিলেন। ব্যাট হাতে এক ওভারে করেছিলেন ৩৭ রান। বল হাতে নিয়েছিলেন উইকেট। সঙ্গে দুরন্ত ফিল্ডিং তো ছিলই। কোহলিও ম্য়াচের পর স্বীকার করে নিয়েছিলেন যে, জাডেজার কাছেই হেরে গিয়েছেন তাঁরা। আজ কি ফের কামাল করবেন জাড্ডু? চেন্নাই শিবির অন্তত সেরকমই আশা করছে। আর ওয়ার্নাররা চাইবেন যে কোনও উপায়ে জাডেজাকে নিষ্প্রভ করে দিতে। তাতেই যদিও ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নিতে পারেন তাঁরা।


সম্ভাব্য দল


চেন্নাই সুপার কিংস: ফাফ ডুপ্লেসি, রুতুরাজ গায়কোয়াড়, সুরেশ রায়না, অম্বাতি রায়ডু, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), স্যাম কারান, মঈন আলি/ডোয়েন ব্র্যাভো, দীপক চাহার, লুনগি এনগিডি ও ইমরান তাহির।


সানরাইজার্স হায়দরাবাদ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটকিপার), কেন উইলিয়ামসন, বিরাট সিংহ, বিজয় শঙ্কর, কেদার যাদব, রশিদ খান, জে সুচিথ, ভুবনেশ্বর কুমার, খলিল আমেদ/সন্দীপ শর্মা ও সিদ্ধার্থ কৌল।