IPL Final Score, CSK vs SRH: ধোনির চেন্নাইকে ৭ রানে হারিয়ে দিল ওয়ার্নারের হায়দরাবাদ

Chennai Super Kings vs Sunrisers Hyderabad, IPL 2020: ত্রয়োদশ আইপিএলে আজ মুখোমুখি ধোনির চেন্নাই সুপার কিংস ও ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 02 Oct 2020 11:45 PM
2nd Innings, Chennai Super Kings: ২০ ওভারে চেন্নাই তুলল ১৫৭/৫। হায়দরাবাদ ম্যাচ জিতল ৭ রানে।
2nd Innings, Chennai Super Kings: ১৯ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ১৩৭/৫।
2nd Innings, Chennai Super Kings: ১৯তম ওভারে বল করতে গিয়ে চোট পেলেন ভুবনেশ্বর কুমার। সম্ভবত বাঁ পায়ের উরুতে চোট পেয়েছেন ডানহাতি পেসার। তিনবার চেষ্টা করেও বোলিং করতে না পেরে মাঠ ছাড়লেন ভুবি।
2nd Innings, Chennai Super Kings: ১৮ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ১২১/৫।
2nd Innings, Chennai Super Kings: ১৮তম ওভারের চতুর্থ বলে নটরাজনের বল পুল করে ছক্কা মারতে গিয়ে ডিপ স্কোয়্যার লেগ বাউন্ডারিতে আব্দুল সামাদের হাতে ধরা পড়লেন জাডেজা ৫০ (৩৫ বলে)।
2nd Innings, Chennai Super Kings: ১৭ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ১০২/৪।
2nd Innings, Chennai Super Kings: ১৬ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ৮৭/৪।
2nd Innings, Chennai Super Kings: ১৫ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ৭৯/৪।
2nd Innings, Chennai Super Kings: ১৪ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ৭১/৪।
2nd Innings, Chennai Super Kings: ১৩ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ৬১/৪।
2nd Innings, Chennai Super Kings: ১২ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ৫৮/৪।
2nd Innings, Chennai Super Kings: ১১ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ৫৫/৪।
2nd Innings, Chennai Super Kings: ১০ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ৪৪/৪।
2nd Innings, Chennai Super Kings: ৯ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ৪৩/৪।
2nd Innings, Chennai Super Kings: চতুর্থ উইকেটের পতন চেন্নাইয়ের। ইনিংসের নবম ওভারে আব্দুল সামাদের বলে কভারে ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন কেদার যাদব ৩ (১০ বলে)।
2nd Innings, Chennai Super Kings: ৮ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ৪১/৩।
2nd Innings, Chennai Super Kings: ৭ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ৪০/৩।
2nd Innings, Chennai Super Kings: ষষ্ঠ ওভারের শেষ বলে রান আউট ডুপ্লেসি ২২ (১৯ বলে)। ৬ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ৩৬/৩।
2nd Innings, Chennai Super Kings: ষষ্ঠ ওভারের প্রথম বলে ফের ধাক্কা চেন্নাইকে। নটরাজনের বলে বোল্ড অম্বাতি রায়ডু ৮ (৮ বলে)।
2nd Innings, Chennai Super Kings: খলিল আমেদের এক ওভারে উঠল ১৩ রান। ৫ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ২৬/১।
2nd Innings, Chennai Super Kings: ৪ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ১৩/১।
2nd Innings, Chennai Super Kings: ৩ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ৭/১।
2nd Innings, Chennai Super Kings: ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে ভুবনেশ্বর কুমারের বলে স্কোয়্যার কাট করতে গিয়ে প্লেড অন হয়ে গেলেন শেন ওয়াটসন ১ (৬ বলে)।
2nd Innings, Chennai Super Kings: ২ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ৪ রান।
2nd Innings, Chennai Super Kings: ১ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ১ রান।
CSK vs SRH, LIVE IPL 2020 LIVE Score Updates: নির্ধারিত ২০ ওভারে হায়দরাবাদ তুলল ১৬৪/৫। প্রিয়ম গর্গ করলেন অপরাজিত ৫১ (২৬ বলে)। ৬ বলে ৮ রান করে অপরাজিত রইলেন আব্দুল সামাদ।
CSK vs SRH, LIVE IPL 2020 LIVE Score Updates: হাফসেঞ্চুরি করলেন প্রিয়ম গর্গ। শার্দুল ঠাকুরের বলে ডোয়েন ব্র্যাভোর হাতে ক্যাচ দিয়েও প্রাণরক্ষা হল তাঁর। নো বল হওয়ায় নট আউট রইলেন প্রিয়ম।
CSK vs SRH, LIVE IPL 2020 LIVE Score Updates: ১৯ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ১৫৭/৫।
CSK vs SRH, LIVE IPL 2020 LIVE Score Updates: ১৮ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ১৪৬/৫।
1st Innings, Sunrisers Hyderabad: হায়দরাবাদ ইনিংসের সেরা ওভার। স্যাম কারানের ওভারে ৩টি চার ও একটি ছক্কা-সহ ২২ রান নিলেন প্রিয়ম গর্গ। ১৭ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ১৩৩/৪।
1st Innings, Sunrisers Hyderabad: ১৬ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ১১১/৪।
1st Innings, Sunrisers Hyderabad: ১৫ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ১০০/৪।
1st Innings, Sunrisers Hyderabad: ১৪ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ৯১/৪।
1st Innings, Sunrisers Hyderabad: ১৩ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ৭৭/৪।
1st Innings, Sunrisers Hyderabad: ১২ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ৭১/৪।
1st Innings, Sunrisers Hyderabad: ঘটনাবহুল একাদশ ওভার। পীযূষ চাওলার ওভারের পঞ্চম বলে ফাফ ডুপ্লেসির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ওয়ার্নার ২৮ (২৯ বলে)। শেষ বলে রান আউট হয়ে গেলেন কেন উইলিয়ামসন ৯ (১৩ বলে)। ১১ ওভারের শেষে হায়দরাবাদ ৬৯/৪।
1st Innings, Sunrisers Hyderabad: ১০ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ৬৩/২।
1st Innings, Sunrisers Hyderabad: ৯ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ৬০/২।
1st Innings, Sunrisers Hyderabad: ৮ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ৫২/২।
1st Innings, Sunrisers Hyderabad: হায়দরাবাদের দ্বিতীয় উইকেটের পতন। শার্দুল ঠাকুরের বলে কভারে স্যাম কারানের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন মণীশ পাণ্ডে ২৯ (২১ বলে)।
1st Innings, Sunrisers Hyderabad: ৭ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ৪৭/১।
1st Innings, Sunrisers Hyderabad: ৬ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ৪২/১। ক্রিজে ডেভিড ওয়ার্নার ১৩ (১৬ বলে) ও মণীশ পাণ্ডে ২৭ (১৭ বলে)।
1st Innings, Sunrisers Hyderabad: ৫ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ৩৩/১।
1st Innings, Sunrisers Hyderabad: ৪ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ২৭/১।
1st Innings, Sunrisers Hyderabad: ৩ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ১৮/১।
1st Innings, Sunrisers Hyderabad: ২ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ১২/১।
1st Innings, Sunrisers Hyderabad: প্রথম ওভারেই চাপে হায়দরাবাদ। দীপক চাহারের বলে বোল্ড হয়ে গেলেন জনি বেয়ারস্টো। প্রথম ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ৬/১।
সানরাইজার্স হায়দরাবাদ দল: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো, মণীশ পাণ্ডে, কেন উইলিয়ামসন, আব্দুল সামাদ, অভিষেক শর্মা, প্রিয়ম গর্গ, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন ও খলিল আমেদ।
চেন্নাই সুপার কিংস দল: শেন ওয়াটসন, অম্বাতি রায়ডু, ফাফ ডুপ্লেসি, কেদার যাদব, মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক), ডোয়েন ব্র্যাভো, রবীন্দ্র জাডেজা, স্যাম কারান, শার্দুল ঠাকুর, পীযূষ চাওলা ও দীপক চাহার।

প্রেক্ষাপট

দুবাই: মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শুক্রবার টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। আগের ম্যাচের দলে কোনও পরিবর্তন করেননি ওয়ার্নার। টসের পর তিনি বলেন, 'উইকেট বেশ ভাল মনে হচ্ছে আর আমরা শুরুতে বড় রান করে নিতে চাই। আমরা শুরুতে ব্যাট করে রানের পুঁজিকে রক্ষা করায় বেশি সাবলীল।'

অন্যদিকে, টসের পর ধোনি বলেছেন, 'আশা করছি উইকেট পরের দিকে খুব একটা মন্থর হয়ে পড়বে না। আমরা খুব জরুরি একটা বিরতি কাটিয়ে ফিরছি যে সময়ে ব্যাটিং-বোলিংয়ে কী প্রয়োজন, তা বিশ্লেষণ করতে পেরেছি।' চেন্নাই দলে তিনটি পরিবর্তন হয়েছে। মুরলী বিজয়, ঋতুরাজ গায়কোয়াড় ও জশ হ্যাজলউডের পরিবর্তে সুযোগ পেয়েছেন অম্বাতি রায়ডু, শার্দুল ঠাকুর ও ডোয়েন ব্র্যাভো।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.