দুবাই: আইপিএলে আজ মুখোমুখি মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস ও শ্রেয়স আইয়ারের দিল্লি ক্যাপিটালস। চেন্নাই শিবিরের কাছে বড় ধাক্কা হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য প্রথম ম্যাচে জয়ের নায়ক অম্বাতি রায়ডুর এখনও ফিট না হয়ে ওঠা। এছাড়াও চোটের জন্য খেলতে পারবেন না ডোয়েন ব্র্যাভো। পাশাপাশি মহেন্দ্র সিংহ ধোনির ব্যাটিং অর্ডার নিয়েও চর্চা অব্যাহত।


পরিসংখ্যান বলছে, আইপিএলে ধোনি পাঁচ বা তার ওপরে ব্যাট করলে চেন্নাইয়ের জয়ের হার ৫৭ শতাংশ। আর ধোনি যদি ৬ বা আরও নীচে ব্যাট করেন, মাত্র ৩৭ শতাংশ ম্যাচে জিতেছে সিএসকে।

চেন্নাইয়ের হয়ে ইনিংস ওপেন করবেন সম্ভবত শেন ওয়াটসন ও ফাফ ডুপ্লেসি। এরপর নামবেন ঋতুরাজ গায়কোয়াড়, স্যাম কারান, কেদার যাদব, ধোনি, রবীন্দ্র জাডেজা। চার বোলার দীপক চাহার, শার্দুল ঠাকুর, লুনগি এনগিডি ও ইমরান তাহিরের মধ্যে যে কোনও একজন এবং পীযূষ চাওলা। শার্দুলের পরিবর্তে কর্ণ শর্মাকে খেলানোর অঙ্কও ঘোরাফেরা করছে। যেহেতু কর্ণের ব্যাটের হাতও ভাল।

দিল্লি শিবিরে অনিশ্চয়তা আর অশ্বিনের খেলা নিয়ে। আগের ম্যাচে কাঁধে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। দিল্লি শিবির দলের সেরা স্পিনারের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চায়। একান্তই অশ্বিন খেলতে না পারলে খেলার সম্ভাবনা অভিজ্ঞ লেগস্পিনার অমিত মিশ্রর। তবে লম্বা টুর্নামেন্টের কথা মাথায় রেখে এখনই অশ্বিনকে খেলানোর ঝুঁকি নাও নেওয়া হতে পারে। বিশেষ করে তাঁর চোট যখন কাঁধে। শিখর ধবনের সঙ্গে ওপেন করবেন পৃথ্বী শ। এরপর খেলার সম্ভাবনা শিমরন হেটমায়ার, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ ও মার্কাস স্টোইনিসের। বোলার অক্ষর পটেল, মিশ্র, কাগিসো রাবাডা, এনরিক নর্ৎজ ও মোহিত শর্মা।

দিল্লি ক্যাপিটালস

শিখর ধবন

পৃথ্বী শ

শিমরন হেটমায়ার

শ্রেয়স আইয়ার (অধিনায়ক)

ঋষভ পন্থ

মার্কাস স্টোইনিস

অক্ষর পটেল

অমিত মিশ্র

কাগিসো রাবাডা

এনরিক নর্ৎজ

মোহিত শর্মা

চেন্নাই সুপার কিংস

শেন ওয়াটসন

ফাফ ডুপ্লেসি

ঋতুরাজ গায়কোয়াড়

স্যাম কারান

কেদার যাদব

মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক)

রবীন্দ্র জাডেজা

দীপক চাহার

শার্দুল ঠাকুর

পীযূষ চাওলা

লুনগি এনগিডি/ইমরান তাহির