বিশাখাপত্তনম: রবিবাসরীয় আইপিএলে (IPL 2024) আজ দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংসের (DC vs CSK) মহারণ। অর্থাৎ দুই ডাগ আউটে দুই প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মহেন্দ্র সিংহ ধোনিকে দেখা যাবে। এই মাঠেই প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় মহেন্দ্র সিংহ ধোনির ধ্বংসাত্মক রূপ দেখা গিয়েছিল। শতরান হাঁকিয়েছিলেন ধোনি। ১৯ বছর আগে তখন ভারতীয় দলের নেতৃত্বে সৌরভ। আজ সেই মাঠে দুইজনেই ফের একবার উপস্থিত থাকবেন। তবে ভিন্ন ভিন্ন দলে। সিএসকের তারকা ক্রিকেটার ধোনি অধিনায়কত্ব ছাড়লেও, তাঁকে তরুণ রুতুরাজের সহায়তা করতে ফিল্ডিংয়ের সময় গাইড করতে দেখা গিয়েছে। অপরদিকে, দিল্লির জয়ের রূপরেখা তৈরির দায়িত্বে সৌরভ। লড়াইটা কিন্তু বেশ হাড্ডাহাড্ডি হবে।


কাদের ম্যাচ?


মরশুমে নিজেদের তৃতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস একে অপরের মুখোমুখি হতে চলেছে।









ম্যাচটি বিশাখাপত্তনমের এসিএ-ভিডিসিএ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে।





কখন শুরু?




ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭.৩০টায়, টস তার ঠিক আধ ঘণ্টা আগে, সন্ধে ৭ টায়। 


কোথায় দেখবেন?


ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার নেটওয়ার্কের একগুচ্ছ চ্যানেলে।


অনলাইন স্ট্রিমিং?


টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখতে পাওয়া যাবে এই টুর্নামেন্ট।


হেড-টু-হেড


আইপিএলের মঞ্চে দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস ২৯বার একে অপরের মুখোমুখি হয়েছে। মুখোমুখি লড়াইয়ে দিল্লির থেকে অনেকটাই এগিয়ে চেন্নাই। দিল্লি যেখানে ১০টি ম্যাচ জিতেছে, সেখানে রাজধানীর ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে সিএসকে ১৯টি ম্যাচ জিতেছে। 


২২ গজের চরিত্র


বিশাখাপত্তনমের পিচ সাধারণ ব্যাটিং সহায়ক পিচ। ব্যাটাররা এখানে ব্যাটিং বেশ উপভোগ করেন। তবে ভাল পিচ সত্ত্বেও কিন্তু খুব বেশিবার দুশোর রানের গণ্ডি পার করতে পারেনি ব্যাটিং দলগুলি। এমনকী কোনও ব্যাটার সেঞ্চুরিও হাঁকাননি। মাঠে আগে বা পরে ব্যাট করলেও পরিণামে যে খুব প্রভাব পড়ে, তেমনটা নয়। ১৩টি আইপিএল ম্যাচে বিশাখাপত্তনমের এই মাঠে আগে ব্য়াট করা দল সাতবার জয় পেয়েছে। প্রথম ইনিংসে রানের গড় ১৫৮, দ্বিতীয় ইনিংসে তা কমে ১৩১ রান।


পরিবেশ


ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। ম্যাচের শুরুর সময় ৩০ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকার কথা । বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ম্যাচের সময় কিন্তু আর্দ্রতা ৭৫ শতাংশের মতো থাকার কথা।


দিল্লি কিন্তু নিজেদের দুই ম্যাচেই হেরেছে আবার সিএসকে জিতেছে দুই ম্যাচ। লড়াইটা তাই আজ লিগ তালিকার ফার্স্টবয় বনাম লাস্টবয়ের। দিল্লি মরশুমের প্রথম পাঁচ পয়েন্ট ঘরে তোলে না সিএসকে জয়ের হ্যাটট্রিক করে, এবার সেটাই দেখার বিষয়। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: মৃত্যুর কারণ আইপিএল! চেন্নাই সমর্থককে পিটিয়ে মারার অভিযোগে গ্রেফতার দুই মুম্বই সমর্থক