কোলাপুর: রমরমিয়ে চলছে আইপিএলের ১৭তম সংস্করণ (IPL 2024)। ১০ দলের খেতাবি লড়াইয়ের রোমাঞ্চকর লড়াই দেখতে সারাবছরই অপেক্ষা করে থাকে অগণিত ক্রিকেটপ্রেমীরা। তবে মাঠে প্রতিদ্বন্দ্বিতা কী কারুর প্রাণহানির কারণ হতে পারে? এমনই এক ঘটনার সাক্ষী থাকল মহারাষ্ট্রের কোলাপুর। যেখানে দুই মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) সমর্থকের আঘাতে মৃত্যু হল এক চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) সমর্থকের।


ঘটানাটি ঘটে বুধবার ২৭ মার্চ মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ চলাকালীন। সানরাইজার্স অনবদ্য ব্যাটিংয়ের ভর করে ২০ ওভারে মুম্বইয়ের সামনে জয়ের জন্য রেকর্ড ২৭৮ রানের লক্ষ্য রাখে। দুরন্ত ব্যাটিং পিচে অবিশ্বাস্য এক জয়ের লক্ষ্যে মুম্বই ইন্ডিয়ান্স শুরুটা দুরন্তভাবে করে। ব্যাট হাতে বিধ্বংসী মেজাজে দেখা যায় রোহিত শর্মাকে। তবে পল্টন প্যাট কামিন্সের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন। তাঁর সংগ্রহ ১২ বলে ২৬ রান। ইনফর্ম 'হিটম্যান'র উইকেট নিঃসন্দেহে সানরাইজার্সের জন্য বড় সাফল্য ছিল। আর রোহিতের এই আউট ঘিরেই বাঁধে গোল।


রোহিত আউট হওয়ার পর মুম্বই কী করে ম্যাচ আর জিতবে, দুই সিএসকে সমর্থককে রাগাতে এই প্রশ্নই করেন ৬৩ বছর বয়সি বন্দোপন্ত বাপসো তিবিলে। এর জেরেই ক্ষোভে ফেটে পড়েন দুই সিএসকে সমর্থক বলবন্ত মহাদেব ঝাঞ্জগে ও সাগর সদাশিব ঝাঞ্জগে। বলবন্ত ও সাগর রাগে বন্দোপন্তর মাথায় লাঠি দিয়ে আঘাত হানে এবং মাথা ফাটিয়ে দেয়। অঝোরে রক্তপাক হতে থাকে বর্ষীয়াণ বন্দোপন্তের মাথা থেকে। গুরুতর অবস্থায় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে।


চারদিন ধরে হাসপাতালেই লড়াই করছিলেন বন্দোপন্ত। কিন্তু জীবনযুদ্ধে হারতে হল তাঁকে। শনিবার, ৩০ মার্চ জীবনযুদ্ধে পরাজিত হন তিনি। প্রাণ হারান বন্দোপন্ত। এর ফলে বছর ৫০-র বনবন্ত মহাদেব এবং ৩৫ বছর বয়সি সাগরকে কোলাপুরের (Kolhapur) করবীর থানার পুলিশ গ্রেফতার করেছে। কোলাপুরের হনমন্তবাড়ির এই ঘটনা চারিদিকে শোরগোল ফেলে দিয়েছে।


মুম্বই এবং সিএসকে, আইপিএলের দুই সফলতম ফ্র্যাঞ্চাইজি। উভয় ফ্র্যাঞ্চাইজিই পাঁচটি করে আইপিএল খেতাব জিতেছে। দুই দলের ম্যাচ আইপিএলের এল ক্লাসিকো নামেও খ্যাত। তবে সেই প্রতিদন্দ্বিতার পরিণাম যে এমন হতে পারে, তা হয়তো কেউ কল্পনাও করতে পারেননি। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: অভিষেকেই আগুনে বোলিং, প্রতিপক্ষ অধিনায়কও প্রশংসায় ভরালেন লখনউয়ের ময়ঙ্ককে