চেন্নাই: একদিকে পাঁচবারের চ্যাম্পিয়ন দল। অন্যদিকে একবারও ট্রফি জয়ের স্বাদ না পাওয়া প্রতিপক্ষ। আরও তাৎপর্যপূর্ণ হচ্ছে, মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস, দুই দলই গতবারের আইপিএলে ফাইনাল খেলেছিল। যে ফাইনালে শ্রেয়স আইয়ারদের স্বপ্নভঙ্গ ঘটিয়ে পঞ্চমবারের জন্য ট্রফি জেতে রোহিত শর্মার মুম্বই।
চতুর্দশ আইপিএলে প্রথমবারের সাক্ষাতে প্রথমার্ধের শেষে অন্তত বেশ স্বস্তিদায়ক জায়গায় দিল্লি। রোহিত শর্মা শুরুতেই ব্যাটে ঝড় তুলেছিলেন। স্বভাবসিদ্ধ আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করে দিল্লি শিবিরে আতঙ্কের বার্তা পৌঁছে দিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য যাঁর নামই হয়ে গিয়েছে 'হিটম্যান।' তবু প্রথমে ব্যাট করে খুব একটা স্বস্তিতে নেই মুম্বই। কারণ, অমিত মিশ্রর স্পিন জালে ঘায়েল মুম্বইয়ের বাকি ব্যাটসম্য়ানেরা। দিল্লির বিরুদ্ধে প্রথম ব্যাট করে মুম্বই আটকে গেল ১৩৭/৯ স্কোরে।
রোহিত শর্মা ইনিংস ওপেন করতে নেমে ৩০ বলে ঝোড়ো ৪৪ রান করলেন। তিনটি চার ও তিনটি ছক্কা মেরেছেন মুম্বই অধিনায়ক। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য়ই শুরুতেই কুইন্টন ডি'ককের উইকেট হারালেও পাওয়ার প্লে-তে ওভারে দশ রান করে তুলেছে মুম্বই। তবু মুম্বইয়ের স্কোর দেড়শোও পেরল না। মাঝের ওভারে খেই হারাল মুম্বই ইনিংস। ঘাতক হয়ে হাজির হলেন অভিজ্ঞ লেগস্পিনার অমিত।
চার ওভারে মাত্র ২৪ রান খরচ করে ৪ উইকেট তুলে নিলেন হরিয়ানার লেগস্পিনার। তাঁর শিকারের তালিকায় রোহিত শর্মা, ঈশান কিষাণ, হার্দিক পাণ্ড্য ও কায়রন পোলার্ড। যে চারজনকে মুম্বই ব্যাটিংয়ের বিগহিটার মনে করা হয় এবং প্রত্যেক ম্যাচে প্রতিপক্ষ বোলারদের কাছে আতঙ্ক হিসাবে হাজির হন। এদিন অমিতের ঘূর্ণির সামনে অবশ্য কেউই সেভাবে প্রতিরোধ গড়ে তুলততে পারেননি। দু ওভারে মাত্র ১৫ রান দিয়ে দুটি উইকেট তুলে নিয়েছেন পেসার আবেশ খানও। মধ্যপ্রদেশের পেসারকে দেখে প্রাক্তনীরাও আশাবাদী। অনেকেই বলছেন, ভবিষ্যতে জাতীয় দলে খেলার মতো দক্ষতা রয়েছে আবেশের। রোহিত ছাড়া সূর্যকুমার যাদব (২৪), ঈশান (২৬) ও জয়ন্ত যাদব (২৩) ব্যাট হাতে কিছুটা লড়াই করেন।