দুবাই: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি ক্যাপিটালস শিবির। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৬১ রান তুলল দিল্লি। ব্যাট হাতে সফল ওপেনার শিখর ধবন ও অধিনায়ক শ্রেয়স আইয়ার।


ধবন ও আইয়ার – দুজনই হাফসেঞ্চুরি করেছেন। ৩৩ বলে ৫৭ রান করেন ধবন। তাঁর ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছক্কা। শ্রেয়স ৪৩ বলে করেন ৫৩ রান। ৩টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি মেরেছেন তিনি। রাজস্থান বোলারদের মধ্যে সেরা জোফ্রা আর্চার। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৩ উইকেট তাঁর। ২ উইকেট জয়দেব উনাদকটের। একটি করে উইকেট কার্তিক ত্যাগী ও শ্রেয়স গোপালের।

যদিও দলের মোট রানে খুশি নন ধবন। ইনিংসের বিরতিতে তিনি বলেন, ‘আমাদের আরও ১০-১৫ রান তোলা উচিত ছিল। তবে উইকেট মন্থর। শুরুর দিকে একটু বাউন্স ছিল। আমাদের বোলিং বেশ শক্তিশালী আর আশা করছি এই রানের পুঁজি নিয়ে ওরা ম্যাচ জেতাতে পারবে।’