DC vs RR, Toss Update: রাজস্থানের বিরুদ্ধে টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত দিল্লি অধিনায়ক শ্রেয়সের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Oct 2020 07:16 PM (IST)
Delhi Capitals vs Rajasthan Royals, IPL 2020: দলে একটিই পরিবর্তন করেছে দিল্লি। হর্ষল পটেলের পরিবর্তে খেলছেন তুষার দেশপাণ্ডে।
দুবাই: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ার। দলে একটিই পরিবর্তন করেছেন তিনি। হর্ষল পটেলের পরিবর্তে খেলছেন তুষার দেশপাণ্ডে। টসের পর শ্রেয়স বলেন, ‘আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে প্রত্যেক ম্যাচে মাঠে নামি। আমাদের বোলিং আক্রমণ যথেষ্ট শক্তিশালী। পরিকল্পনাগুলো মাঠে প্রয়োগ করতে তৈরি ওরা।’ রাজস্থান অধিনায়ক স্মিথ বলেন, ‘আমরাও শুরুতে ব্যাট করতে চেয়েছিলাম। আশা করছি ওদের কম রানে আটকে রাখতে পারব।’ দিল্লি ক্যাপিটালস: শিখর ধবন, পৃথ্বী শ, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, মার্কাস স্টোইনিস, অ্যালেক্স ক্যারি, তুষার দেশপাণ্ডে, অক্ষর পটেল, আর অশ্বিন, কাগিসো রাবাডা ও এনরিক নর্ৎজে। রাজস্থান রয়্যালস: জশ বাটলার, বেন স্টোকস, স্টিভ স্মিথ (অধিনায়ক), সঞ্জু স্যামসন, রবিন উথাপ্পা, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, জোফ্রা আর্চার, শ্রেয়স গোপাল, কার্তিক ত্যাগী ও জয়দেব উনাদকাট।