আবু ধাবি: ত্রয়োদশ আইপিএলের দ্বিতীয় ফাইনালিস্ট কে, তা নির্ধারিত হবে আজ, রবিবার। দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ। কেমন হতে পারে দুই দলের প্রথম একাদশ, আসুন দেখে নেওয়া যাক।

ঋদ্ধিমান সাহা এলিমিনেটরে খেলেননি চোটের জন্য। তাঁর চোটের কী অবস্থা, তা নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে সম্ভবত কোয়ালিফায়ারেও তিনি খেলতে পারবেন না। তাঁর পরিবর্তে খেলবেন বাংলারই শ্রীবৎস গোস্বামী।

দিল্লি ক্যাপিটালস

শিখর ধবন

অজিঙ্ক রাহানে

শ্রেয়স আইয়ার (অধিনায়ক)

ঋষভ পন্থ

শিমরম হেটমায়ার

মার্কাস স্টোইনিস

হর্ষল পটেল

অক্ষর পটেল

আর অশ্বিন

কাগিসো রাবাডা

এনরিক নোখিয়া

সানরাইজার্স হায়দরাবাদ

শ্রীবৎস গোস্বামী

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক)

মণীশ পাণ্ডে

কেন উইলিয়ামসন

প্রিয়ম গর্গ/অভিষেক শর্মা

আব্দুল সামাদ

জেসন হোল্ডার

রশিদ খান

শাহবাজ নাদিম

সন্দীপ শর্মা

টি নটরাজন