নয়াদিল্লি: এবারের আইপিএলের প্রথম সুপার ওভার। রুদ্ধশ্বাস সুপার ওভারে রাজস্থানকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে গেল দিল্লি। ১৮৮ রান প্রথমে বোর্ডে তুলেছিল দিল্লি ক্যাপিটালস। রান তাড়া করতে নেমে শেষ ওভারে ৯ রান প্রয়োজন ছিল রাজস্থান রয়্যালসের। ক্রিজে ছিলেন শিমরন হেটমায়ার ও ধ্রুব জুড়েল। নিজের প্রথম স্পেলে রান খরচ করলেও দ্বিতীয় স্পেলে নিজের অভিজ্ঞতার ম্য়াজিক দেখালেন মিচেল স্টার্ক। কেকেআরে থাকতে যা করে এসেছিলেন গত মরশুমে, এদিনও ঠিক সেটাই করলেন মাত্র ৮ রান খরচ করলেন সেই ওভারে। এমনকী সুপার ওভারেও বল করতে এসে খরচ করলেন মাত্র ১১ রান। যার মধ্যে রয়েছে দুটো রান আউটও। ১২ রান তাড়া করতে নেমে কে এল রাহুল ও ত্রিস্টান স্টাবস সহজ জয় এনে দিলেন দিল্লি ক্যাপিটালসকে। ৬ ম্য়াচে পাঁচটি জিতে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে গেল দিল্লি শিবির।
১৮৯ রান তাড়া করতে নেমে শুরু থেকেই একটা বড় পার্টনারশিপের দরকার ছিল রাজস্থান রয়্যালসের। আর ঠিক সেই কাজটাই কিন্তু এদিন করছিলেন সঞ্জু স্যামসন ও যশস্বী জয়সওয়াল। দুজনে মিলে পার্টনারশিপে ৭৬ রান বোর্ডে যোগ করেন। ২টো বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকিয়ে ছন্দে ফিরছিলেন স্যামসন। ১৯ বলে ৩১ রান করে যখন ব্যাট করছেন আচমকাই হাড়ে ব্য়থা অনুভব করেন। রিটায়ার্ড হার্ট হয়েই মাঠ ছাড়তে হয় তাঁকে। রিয়ান পরাগ নেমেছিলেন এরপর জয়সওয়ালকে সঙ্গ দিতে। বাঁহাতি জয়সওয়াল আগের ম্য়াচের মত এই ম্য়াচেও অর্ধশতরান পূরণ করেন। এদিন ৩৭ বলে ৫১ রান করে কুলদীপের শিকার হয়ে যান তিনি। তিনটি বাউন্ডারি ও চারটি ছক্কা হাঁকান জয়সওয়াল। রিয়ান পরাগ ৮ রান করে আউট হয়ে যান।
নীতীশ রানা ও ধ্রুব জুড়েল মিলে চেষ্টা করছিলেন দলের হাল ধরার। রানা এর আগে একটি অর্ধশতরান হাঁকিয়েছিলেন চলতি টুর্নামেন্টে। এদিন আরও একটি অর্ধশতরান হাঁকালেন। ২৮ বলে ৫১ রান করে আউট হন তিনি। ধ্রুব ও হেটমায়ার মিলে তরী পার করার দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু সেখানেই শেষ ওভারে বাধা হয়ে দাঁড়ান মিচেল স্টার্ক।
নিজের ৪ ওভারের স্পেলে ৩৬ রান দিয়ে ১ উইকেট নেওয়া স্টার্ক সুপার ওভারেও দারুণ বল করে ম্য়াচের সেরা হয়ে গেলেন শেষ পর্যন্ত।
আরও পড়ুন: তাঁর স্যুইংয়ে পরাস্ত হল তাবড় তাবড় ব্যাটার, প্রেমের ২২ গজে কিন্তু লড়াই কঠিন ছিল ভুবির