দুবাই: কোয়ালিফায়ার টু-তে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাঠে নামার আগে বড়সড় হুঁশিয়ারি দিয়ে রাখলেন দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং (Ricky Ponting)।


প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারতে হয়েছিল দিল্লি ক্যাপিটালসকে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বুধবারের ম্য়াচ ফাইনালে পৌঁছনোর শেষ সুযোগ দিল্লি ক্যাপিটালসের সামনে। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই প্রতিপক্ষ শিবিরকে সতর্ক করে দিলেন দিল্লির কোচ রিকি পন্টিং। জানিয়ে দিলেন, শুধু ম্যাচ নয়, বরং ট্রফি জেতারও দাবিদার তাঁর দল।


গ্রুপ পর্বে আইপিএলের লিগ তালিকায় শীর্ষে শেষ করলেও নিজেদের শেষ দুই ম্যাচেই হারতে হয়েছে ঋষভ পন্থের নেতৃত্বাধীন দলকে। তবে নাইটদের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচের আগে দলকে উদ্বুদ্ধ করলেন কোচ পন্টিং। শুধুমাত্র ম্যাচ নয় দলের ক্রিকেটারদের মনে করিয়ে দিলেন যে, তাঁরা খেতাব জয়ের দক্ষতা রাখেন। সোশ্যাল মিডিয়ায় দিল্লির আপলোড করা এক ভিডিওয় পন্টিং বলেন, ‘আমি তিন বছর ধরে দিল্লির সঙ্গে রয়েছি। প্রথমবার আমরা পয়েন্ট টেবিলে সকলের শেষে ছিলাম। দুই বছর আগে আমরা তৃতীয় হই এবং গত বছর দ্বিতীয়। আমি মনে করি আমরা আইপিএল জিততে পারি। আমি তার জন্যই এখানে রয়েছি এবং ক্রিকেটারও তার জন্যই মাঠে নেমে খেলছে।’


গত দুই বছরে দিল্লি দলে বেশ কিছু পরিবর্তন হয়েছে। দিল্লির তরুণ ব্রিগেড ধারাবাহিকভাবে আইপিএলে পারফর্ম করেছে। দলের সেই পরিবর্তনেরই কথা জানিয়ে অজি কিংবদন্তির দাবি, দলের সব ক্রিকেটার ভাল করলে তবেই সেই দল জিততে পারে। পুরোটাই দলগত পারফরম্যান্সের জয়।


পন্টিং বলেছেন, ‘এই দিল্লি দলটা দুই বছর আগের দিল্লি দল থেকে অনেকটাই আলাদা। এর প্রধান কারণ তোমরা (ক্রিকেটারেরা) দলে যা যোগ করেছো। একটা ভাল দল এক বা দুই ভাল ক্রিকেটার দলে থাকলে হয় না। দলের ১১ খেলোয়াড়কে দলের প্রয়োজন অনুযায়ী নিজেদের সেরাটা দিতে হয় এবং তখন একটা দল ভাল দল হয়ে ওঠে।’


নাইট ক্রিকেটারেরা শুনতে পাচ্ছেন কি?