নয়াদিল্লি: আসন্ন মরশুমে আইপিএলে (IPL 2025) বেশ কিছু মহাতারকা নিজেদের দলবদল ঘটিয়েছেন। এদের মধ্যে সবথেকে চর্চিত নাম সম্ভবত ঋষভ পন্থ (Rishabh Pant)। দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ছেড়ে মেগা নিলামে লখনউ সুপার জায়ান্টসে যোগ দিয়েছেন ঋষভ পন্থ। তাঁকে কেন দিল্লি ক্যাপিটালস রিটেন করেনি, সেই নিয়ে না না জল্পনা-কল্পনা ছিল, না না মন্তব্যও শোনা গিয়েছে। তবে এবার দিল্লি ক্যাপিটালসের নতুন কোচ হেমঙ্গ বাদানির (Hemang Badani) দাবি পন্থ অর্থলোভেই ফ্র্যাঞ্চাইজি ছেড়েছেন।
দিল্লি ক্যাপিটালসের নতুন কোচ সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান ঋষভ পন্থের মতে তাঁর বাজারদর রিটেনশন ক্যাপ ১৮ কোটি টাকার অনেক বেশি এবং সেই কারণেই তিনি নিলামে উঠতে চেয়েছিলেন। তিনি বলেন, 'আমি যতদূর জানি জিনিসটা ভিন্ন ছিল। ও নিজেই রিটেন হতে চায়নি। ও বলেছিল ওর সঠিক দর বুঝতে আগ্রহী এবং তাই ও নিলামে উঠতে চায়। রিটেন করার জন্য খেলোয়াড় এবং ফ্র্যাঞ্চাইজি, উভয়কেই নির্দিষ্ট কিছু বিষয়ে সহমত হতে হয়। আমরা ওর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, ম্যানেজমেন্ট চেষ্টা করেছিল। প্রচুর ফোনাফুনি হয়। তবে ও নিলামে ওঠার বিষয়ে বদ্ধপরিকর ছিল। ও বলেছিল রিটেন করা খেলোয়াড়দের সর্বোচ্চ বেতন ১৮ কোটির থেকে বেশি দর উঠতে পারে ওর। ওর মনে হয়েছিল ওর বাজারদর বেশি এবং সেটাই দেখাও যায়।'
ঋষভ পন্থকে আইপিএল নিলামে শেষমেশ সর্বকালের সর্বোচ্চ, ২৭ কোটি টাকায় দলে নেয় লখনউ সুপার জায়ান্টস। বাদানির মতে তাঁরা নিঃসন্দেহে পন্থকে মিস করবেন, তবে কিছু করার নেই। তবে পন্থ নিজে জানিয়েছিলেন যে তাঁর রাজধানীর ফ্র্য়াঞ্চাইজি ছাড়ার কারণ টাকা নয়। কিংবদন্তি সুনীল গাওস্করও মনে করেছিলেন বেতন নিয়ে বিবাদের জেরেই পন্থ দিল্লি ছেড়ে দিয়েছেন। তবে গাওস্করের অভিযোগের জবাব দিয়েছিলেন তারকা ক্রিকেটার নিজেই।
পন্থ নিজের সোশ্যাল মিডিয়ায় গাওস্করের অভিযোগের জবাব দেন। ঠিক কী কারণে তিনি দিল্লি ক্যাপিটালস ছেড়েছেন, তা না জানালেও, সেটা যে টাকার কারণে নয়, সেটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন পন্থ। তিনি লেখেন, 'আমার রিটনশনের বিষয়টা (রিটেন না হওয়া) একেবারেই যে টাকার জন্য ছিল না, সেটা আমি নিশ্চিত করে বলতে পারি।' তবে বাদানির কথায় কিন্তু সেই টাকার তত্ত্বই উঠে এল।
আরও পড়ুন: অ্যাডিলেডে বল করতে গিয়ে পেশিতে চোট! যশপ্রীত বুমরার ফিটনেস আপডেট দিলেন ভারতের বোলিং কোচ