অ্যাডিলেড: বর্ডার-গাওস্কর ট্রফির দ্বিতীয় টেস্টের (IND vs AUS 2nd Test) দ্বিতীয় দিনের খেলা চলাকালীনই ভারতীয় শিবিরে উদ্বেগ বাড়ান যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। বল করে মাঠেই বসে পড়েন ভারতীয় দলের সেরা বোলিং অস্ত্র। চোট পেলেন বুমরা? কতটা গুরুতর তাঁর চোট? এই ছবি দেখার পর ভারতীয় অনুরাগীদের মনে এইসব প্রশ্নই ঘোরাফেরা করছিল। তব তাঁদের আশ্বস্ত করলেন মর্নি মর্কেল (Morne Morkel)।
শনিবার, অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের নিজের ২০তম ওভারে চোট পান বুমরা। সেই ওভারের তৃতীয় বলটি করার পরই মাঠে বসে পড়েন তিনিl ভারতীয় দলের ফিজিওকে দেখা যায় দৌড়ে মাঠে ঢুকছেন। প্রায় ৭-৮ মিনিট ফিজিও শুশ্রূষা করেন বুমরার। মাঠের মধ্যেই চলে গোটা পর্ব। যা দেখে স্তম্ভিত ক্রিকেটপ্রেমীরা। যতদূর মনে হয়েছে, বুমরার অ্যাবডাক্টর পেশিতে চোট লেগেছে। এই ঘটনার পর বুমরা ওভার শেষ তো করেনই, পাশাপাশি আরও তিন ওভার বলও করেন। তাও উদ্বেগে ছিল ভারতীয় শিবির। তবে ভারতীয় দলের বোলিং কোচ মর্কেল স্পষ্ট জানিয়ে দিলেন বুমরাকে নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই।
দ্বিতীয় দিনের খেলাশেষে সাংবাদিক সম্মেলনে মর্কেলকে বলতে শোনা যায়, 'বুমরা একেবার সুস্থ, স্বাভাবিক আছেন। ওর একটু খিঁচ লেগেছিল। তারপরেও তো ও বল করেছে এবং উইকেটও পড়েছে।' প্রথম টেস্টের মতোই বুমরা এই টেস্টের প্রথম ইনিংসেও দুরন্ত বোলিং করেন। তিন উইকেট নেন তারকা ফাস্ট বোলার। তাঁর পাশাপাশি তাঁর ফাস্ট বোলিং জুড়িদার মহম্মদ সিরাজও চারটি উইকেট নেন। তা সত্ত্বেও সিরাজ সমালোচনায় বিদ্ধ হন। তাঁর সমালোচনা করেন সুনীল গাওস্করই।
ট্র্যাভিস হেডকে আউট করে আগ্রাসী সেন্ড অফ দেন সিরাজ। সেই নিয়েই অখুশি গাওস্কর। ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে গাওস্কর বলেছেন, 'আমাকে জিজ্ঞেস করলে বলব এটা অপ্রয়োজনীয় ছিল। লোকটা ১৪০ করেছে। চার-পাঁচ রান নয়। কেউ ১৪০ করার পর তাঁকে আউট করে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বলাটা একেবারেই অপ্রয়োজনীয়, সমর্থনযোগ্য নয়। হেডকে বরং অভিনন্দন জানালে সিরাজ দর্শকদের চোখে নায়ক হয়ে যেত। এখন ও খলনায়ক হয়ে গেল।' গোটা ঘটনার পর সিরাজের সঙ্গে আম্পায়াররাও কথা বলেন। এই ঘটনায় সিরাজকে এছাড়া আইসিসির তরফে শাস্তি দেওয়া হতে পারে, এই আশঙ্কায় ভারতীয় দলের অনুরাগীদের ভোগাচ্ছে।
আরও পড়ুন: সিরাজের সেন্ড অফে রেগে লাল হেড, ম্যাচশেষে কী বললেন অজ়ি তারকা ক্রিকেটার?