নয়াদিল্লি: বিরাট কোহলির (Virat Kohli) বিশ্বকাপের পর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়া নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে শোরগোল পড়ে গিয়েছে। তারই মধ্য়ে আইপিএলের বাকি পর্বের জন্য অধিনায়ক বেছে নিল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। সব জল্পনার অবসান ঘটিয়ে জানিয়ে দিল, আইপিএলে দলকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থই (Rishabh Pant)। সে যতই নিয়মিত অধিনায়ক শ্রেয়স আইয়ার ফিট হয়ে উঠুন না কেন।
আইপিএল শুরুর ঠিক আগে কাঁধে গুরুতর চোট পেয়েছিলেন শ্রেয়স। তাঁর কাঁধে অস্ত্রোপচারও করতে হয়। বাধ্য হয়ে আইপিএলে পন্থকে অধিনায়ক করেছিল দিল্লি। তাঁর নেতৃত্বে দিল্লি নজরকাড়া পারফরম্যান্স করেছিল। তবে করোনার ধাক্কায় আইপিএল বন্ধ হয়ে যায়। সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হচ্ছে টুর্নামেন্টের দ্বিতীয় তথা শেষ পর্ব। কাঁধের অস্ত্রোপচারের পর ফিট শ্রেয়সও। তিনি দলের আগে দুবাই পৌঁছে গিয়ে অনুশীলন শুরু করে দিয়েছেন।
অনেকেই ধরে নিয়েছিলেন যে, শ্রেয়সকেই ফের অধিনায়ক হিসাবে দেখা যাবে দলে। কিন্তু শেষ পর্যন্ত পন্থের নেতৃত্বেই আস্থা রাখল দিল্লির টিম ম্যানেজমেন্ট।
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন শ্রেয়স আইয়ার। গত বছর তাঁর নেতৃত্বেই আইপিএল ফাইনাল খেলে দিল্লি। চলতি বছর আইপিএলের আগে ইংল্যান্ড সিরিজে ফিল্ডিংয়ের সময় কাঁধের হাড় সরে যাওয়ায় বেশ কয়েক মাসের জন্য ক্রিকেট থেকে বাইরে থাকতে হয় শ্রেয়সকে। অস্ত্রোপচার হয়, রিহ্যাবের পর এখন তিনি পুরো ফিট। শ্রেয়স না থাকায় ঋষভ পন্থকে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক করা হয়েছিল।তাঁর নেতৃত্বেও আইপিএলে দল ভাল খেলছে এবং দেশের হয়ে তিন ফর্ম্যাটেই পন্থ এখন ভরসা হয়ে উঠেছেন তাতে তাঁর উপরই আস্থা রাখলেন দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।
দিল্লি ক্যাপিটালসের কর্ণধার পার্থ জিন্দল ট্যুইট করে জানিয়েছেন, বাকি আইপিএল মরসুমের জন্য রোমাঞ্চিত। শ্রেয়স পুরো ফিট হয়ে দলের সঙ্গে চলে এসেছেন। আমরা সকলেই খুশি। আইপিএলের প্রথমার্ধে ঋষভ পন্থের নেতৃত্বে দল যেভাবে খেলেছে তাতে সেই ধারাবাহিকতা বাকি ম্যাচগুলিতেও বজায় রাখা নিয়ে আমাদের মনে কোনও সংশয় নেই।