আবু ধাবি : নতুন শুরুর আগে নতুন অঙ্গীকার। সঙ্গে একঝলকে পুরনো ভয়ের স্মৃতি রোমন্থন। আইপিএল মাঝপথে স্তব্ধ হয়ে যাওয়ার অন্যতম কারণ ছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) শিবিরে করোনার (Corona Virus) হানা। শরীর, পরিবার ও সতীর্থদের শরীরের কথা ভেবে সেই অস্থির, অনিশ্চিত সময়টা যে মানসিকভাবে তাদের নাড়িয়ে দিয়েছিল, সেটা স্বীকার করে নিলেন ব্রেন্ডন ম্যাকালাম (Brendon McCullum)। নাইট বাহিনীর কোচ ত্রয়োদশ আইপিএলের (IPL) বাকি অংশে খেলতে নামার আগে আগের কোভিড হানার সময়ের কথা বলতে গিয়ে জানিয়েছেন, 'ওই সময়টায় বোধ করছিলাম যেন ভয় আমাদের মানসিকভাবে পঙ্গু করে দিয়েছিল।'
আগামী ২০ সেপ্টেম্বর বিরাট কোহলির (Virat Kohli) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরের বিরুদ্ধে মাঝপথে স্তব্ধ হয়ে যাওয়া আইপিএলের অভিযান শুরু করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। যে জন্য জোরকদমে চলছে নাইট বাহিনীর অনুশীলন পর্বও। আর প্রস্তুতি ও বাকি মরশুমের ভাবনা প্রকাশ করার সময়ই আগের বারের প্রসঙ্গ টানেন ম্যাকালাম। কেকেআর শিবিরের স্পিনার বরুণ চক্রবর্তী ও পেসার সন্দীপ ওয়ারিরই দুর্ভাগ্যবশত ছিলেন প্রথম দুই ক্রিকেটার, যাদের আইপিএল চলাকালীনই সংক্রমিত হতে হয়েছিল মারণ ভাইরাসে। বায়ো বাবলের শক্ত প্রাচীর ভেদ করে করোনা শেষমেশ আইপিএলের আকাশে কালো মেঘ হয়ে ভন্ডুল করে দিয়েছিল প্রতিযোগিতাই। তবে সেই কালো সময় আপাতত অতীত। বাকি থেকে যাওয়া আইপিএল শুরু হচ্ছে ক'দিনের মধ্যেই (১৯ সেপ্টেম্বর)।
ক্রিকেটীয় দিক থেকেও কেকেআরের (KKR) অভিযান খুব একটা ভাল কাটেনি স্তব্ধ হওয়া আইপিএলের প্রথম ভাগে। তাই বাকি অংশে দল কীভাবে খেলবে জানতে চাইলে প্রাক্তন কিউয়ি মারকুটে ওপেনারের চেনা মেজাজে জবাব, 'প্রতিযোগিতাটা ভাল ভাবে শেষ করার সুযোগ আমাদের হাতে রয়েছে। ম্যাচ ধরে ধরে এগিয়ে পরিস্থিতি নিজেদের পক্ষে আনার সুযোগ কিন্তু এখনও রয়েছে।'
আরও পড়ুন-আইপিএলে কেকেআরের বিরুদ্ধে লাল নয়, নীল জার্সিতে নামছেন কোহলিরা, কারণ জানাল আরসিবি
দল হিসেবে খুব ভালো জায়গায় রয়েছে কেকেআর, দর্শকদের মুখে হাসি ফোটানোই লক্ষ্য,বললেন কার্তিক