DC vs KKR Live Score: ১০৬ রানে জয়লাভ KKR-এর

IPL 2024 Live Score, DC vs KKR: চেন্নাই সুপার কিংসকে (CSK) হারিয়ে আইপিএলে ঘুরে দাঁড়িয়েছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। অন্যদিকে পরপর দুই ম্যাচ জিতে উত্তেজনায় ফুটছে কেকেআর।

ABP Ananda Last Updated: 04 Apr 2024 12:01 AM
DC vs KKR Live Score: ১০৬ রানে জয়লাভ করল শ্রেয়স আইয়ার বাহিনী

থামল দিল্লি ক্যাপিটালসের ইনিংস। ১০৬ রানে জয়লাভ করল শ্রেয়স আইয়ার বাহিনী।

IPL Live: শ্রেয়সের তালুবন্দি, আউট পন্থ

হল না রক্ষা। অতিরিক্ত রানের চাপে প্রতিটি বলেই হাঁকাতে গিয়ে তালুবন্দি হলেন পন্থ। চক্রবর্তীর বলে শ্রেয়স আইয়ারের হাতে ধরা পড়লেন ঋষভ। করলেন ৫৫ রান। 

DC vs KKR Live Score: একের পর এক বাউন্ডারি-ওভার বাউন্ডারি, অর্ধ শতরান পন্থের

স্বমহিমায় ঋষভ। একের পর এক চার-ছক্কা। ইতিমধ্যেই অতিক্রম করেছেন হাফ সেঞ্চুরি।

IPL Live: লড়াই দিচ্ছে স্টাবস-পন্থ জুটি, মাত্র ২৬ বলে তুললেন ৫০ রান

লড়াই দিচ্ছে স্টাবস ও পন্থ জুটি। মাত্র ২৬ বলে ৫০ রান তুললেন তাঁরা। আশা জাগছে দিল্লি ক্যাপিটালসের ফ্যানদের।

DC vs KKR Live Score: হাল ধরছেন ঋষভ, হাঁকালেন পর পর ২টি ছক্কা

হাল ধরছেন ঋষভ, পর পর ২টি ছক্কা হাঁকালেন বাঁহাতি ব্যাটার।

IPL Live: ওয়ার্নারের উইকেট হারিয়ে আরও চাপে দিল্লি ক্যাপিটালস

আরও একটি উইকেটের পতন দিল্লি ক্যাপিটালসের। ডেভিড ওয়ার্নারের উইকেট হারিয়ে রীতিমতো চাপে তারা। স্টার্ক তুলে নিলেন ওয়ার্নারের উইকেট।

DC vs KKR Live Score: আরও একটি উইকেটের পতন দিল্লি ক্যাপিটালসের, আউট অভিষেক পোড়েল

আরও একটি উইকেটের পতন দিল্লি ক্যাপিটালসের। বৈভবে বলে ক্যাচ আউট অভিষেক পোড়েল। ক্যাচ ধরলেন নারাইন।

IPL Live: শূন্য রানে আউট মার্শ

ধাক্কা দিল্লি ক্যাপিটালসে। শূন্য রানে আউট মিচেল মার্শ। তাঁর উইকেট তুলে নিলেন স্টার্ক।

DC vs KKR Live Score: ২০ ওভারে কেকেআর তুলল ২৭২/৭

শেষ ওভারে ইশান্ত শর্মার দুরন্ত ইয়র্কারে বোল্ড হওয়ার আগে ১৯ বলে ৪১ রান করে গেলেন। ৮ বলে ২৬ রান করলেন রিঙ্কু সিংহ। শ্রেয়স আইয়ার ১১ বলে করলেন ১৮ রান। ২০ ওভারে কেকেআর তুলল ২৭২/৭।

IPL Live: ১৬ ওভারের শেষে কেকেআরের স্কোর ২০৫/৩

৬ বলে ৫ রানে অপরাজিত শ্রেয়স আইয়ার। রাসেল ১২ বলে ২৭ রানে ক্রিজে। ১৬ ওভারের শেষে কেকেআরের স্কোর ২০৫/৩।

DC vs KKR Live: ৫৪ রান করে ফিরলেন রঘুবংশী

২৭ বলে ৫৪ রান করে ফিরলেন রঘুবংশী। ১৪ ওভারের শেষে কেকেআরের স্কোর ১৮১/৩।

DC vs KKR Live: ৩৯ বলে ৮৫ রান করে মিচেল মার্শের বলে ফিরলেন নারাইন

৩৯ বলে ৮৫ রান করে মিচেল মার্শের বলে ফিরলেন নারাইন। ২৫ বলে হাফসেঞ্চুরি রঘুবংশীর। ১৩ ওভারের শেষে কেকেআরের স্কোর ১৭১/২।

IPL Live: ১২ ওভারের শেষে কেকেআরের স্কোর ১৬২/১

বিধ্বংসী ছন্দে নারাইন (৩৭ বলে ৮৫ ব্যাটিং) ও অঙ্গকৃষ (২৩ বলে ৪৮ ব্যাটিং)। ১২ ওভারের শেষে কেকেআরের স্কোর ১৬২/১। 

DC vs KKR Live Score: ৯ ওভারের শেষে কেকেআর ১২৬/১

বিধ্বংসী ছন্দে নারাইন ও অঙ্গকৃষ। ৯ ওভারের শেষে কেকেআর ১২৬/১।

IPL Live: ২১ বলে হাফসেঞ্চুরি সুনীল নারাইনের

১২ বলে ১৮ রান করে নখিয়ার বলে ফিরলেন ফিল সল্ট। ২১ বলে হাফসেঞ্চুরি সুনীল নারাইনের। ৬ ওভারের শেষে কেকেআর ৮৮/১।

DC vs KKR Live: ইশান্ত শর্মার এক ওভারে ৩ ছক্কা ও জোড়া বাউন্ডারি নারাইনের

ইশান্ত শর্মার এক ওভারে ৩ ছক্কা ও জোড়া বাউন্ডারি নারাইনের। সব মিলিয়ে নিলেন ২৬ রান। ৪ ওভারের শেষে কেকেআর ৫৮/০। ১৫ বলে ৩৪ রানে অপরাজিত নারাইন।

IPL Live: ৩ ওভারের শেষে কেকেআরের স্কোর ৩২/০

৩ ওভারের শেষে কেকেআরের স্কোর ৩২/০। ৯ বলে ১৬ রানে ক্রিজে ফিল সল্ট। সঙ্গে নারাইন ৯ বলে ৮ রানে অপরাজিত।

DC vs KKR Live Score: ১ ওভারের শেষে কেকেআরের স্কোর ৭/০

প্রথম ওভারেই বলের লাইন লেংথ নিয়ে সমস্যায় খলিল আমেদ। ১ ওভারের শেষে কেকেআরের স্কোর ৭/০। সব রানই অতিরিক্ত হিসাবে।

DC vs KKR Live Score: টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল কেকেআর

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল কেকেআর।

IPL Live Score: বাংলার সমর্থন কার দিকে?

কেকেআরের বিরুদ্ধে সম্প্রতি বারবার অভিযোগ উঠেছে যে, বাংলার ক্রিকেটারদের থেকে মুখ ফিরিয়ে থেকেছে শাহরুখ-জুহি চাওলার দল। অন্যদিকে, সৌরভ ডিরেক্টর অফ ক্রিকেট হিসাবে দায়িত্ব নেওয়ার পর মুকেশ কুমার, অভিষেক পোড়েলের মতো বাংলার ক্রিকেটারদের দলে নিয়েছে দিল্লি। আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মুকেশের দুরন্ত বোলিং দলকে ম্যাচ জেতাতে বড় অবদানও রেখেছে।

IPL Live Score: আজ সৌরভের মগজাস্ত্র, নাকি শাহরুখের জোশ?

বুধবার বিশাখাপত্তনমে দিল্লির সামনে কলকাতা নাইট রাইডার্স (DC vs KKR)। যে ম্যাচে ইদানীং দুভাগে ভাগ হয়ে যায় বাংলার ক্রিকেট মহল। কারণ, এক দল কলকাতার দল। শাহরুখ খানের কেকেআর। অন্য দলের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়, বাংলা তথা ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি।

প্রেক্ষাপট

বিশাখাপত্তনম: শুরুর দুই ম্যাচেই পরাজয়। তবে চেন্নাই সুপার কিংসকে (CSK) হারিয়ে আইপিএলে ঘুরে দাঁড়িয়েছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। অন্তত ২০২৩ সালের ভূত ঘাড় থেকে নেমেছে দিল্লি শিবিরের। গত আইপিএলে প্রথম পাঁচ ম্যাচে টানা হেরে বসেছিল ঋষভ পন্থ-হীন দিল্লি। তারপর থেকে টুর্নামেন্টে আর ঘুরে দাঁড়াতে পারেনি দিল্লি ক্যাপিটালস। যদিও চেন্নাই সুপার কিংসকে হারিয়ে এবার অন্তত সেই অভিশাপ থেকে মুক্ত হয়েছে দিল্লি শিবির।


বুধবার বিশাখাপত্তনমে দিল্লির সামনে কলকাতা নাইট রাইডার্স (DC vs KKR)। যে ম্যাচে ইদানীং দুভাগে ভাগ হয়ে যায় বাংলার ক্রিকেট মহল। কারণ, এক দল কলকাতার দল। শাহরুখ খানের কেকেআর। অন্য দলের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়, বাংলা তথা ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি। কেকেআরের বিরুদ্ধে সম্প্রতি বারবার অভিযোগ উঠেছে যে, বাংলার ক্রিকেটারদের থেকে মুখ ফিরিয়ে থেকেছে শাহরুখ-জুহি চাওলার দল। অন্যদিকে, সৌরভ ডিরেক্টর অফ ক্রিকেট হিসাবে দায়িত্ব নেওয়ার পর মুকেশ কুমার, অভিষেক পোড়েলের মতো বাংলার ক্রিকেটারদের দলে নিয়েছে দিল্লি। আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মুকেশের দুরন্ত বোলিং দলকে ম্যাচ জেতাতে বড় অবদানও রেখেছে।


দিল্লি শিবিরের দুশ্চিন্তা ব্যাটিং বিভাগে গভীরতার অভাব। তবে তাদের ভরসা দেবে আগের ম্যাচে নেমেই যেভাবে পৃথ্বী শ রান পেয়েছেন এবং ডেভিড ওয়ার্নার যেরকম ছন্দে রয়েছেন। কেকেআরের বিরুদ্ধে পৃথ্বীর ব্যাটিং গড় ৪৫। যা টি-টোয়েন্টি ক্রিকেটে ঈর্ষণীয়। অন্যদিকে, কেকেআরের বিরুদ্ধে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন ওয়ার্নার। ১০৭৫ রান। সর্বোচ্চ ৯৯। যা তিনি করেছিলেন ২০১৯ সালের আইপিএলে। সিএসকে-র বিরুদ্ধে আগের ম্যাচে তিন নম্বরে নেমে রান পেয়েছেন পন্থ। ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার পর মাঠে নেমে প্রথম হাফসেঞ্চুরি। এবং সেটাও তৃতীয় ম্যাচে। যে ইনিংস দেখে মুগ্ধ সৌরভও।


যদিও কেকেআরের বিরুদ্ধে পরীক্ষা বেশ কঠিন। কারণ, কেকেআরের বোলিং টুর্নামেন্টের অন্যতম সেরা। একদিকে এক্সপ্রেস গতির ফাস্টবোলার মিচেল স্টার্ক। অন্যদিকে হর্ষিত রানার মতো ডেথ ওভারে উইকেট তোলা তরুণ পেসার। সঙ্গে আন্দ্রে রাসেলের কার্যকরী মিডিয়াম পেস। স্পিন বিভাগে সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী, সূয়স শর্মা, প্রত্যেকেই ছন্দে। আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে এসেছে কেকেআর। আত্মবিশ্বাসে টগবগ করছে নাইট শিবির।


নাইটদের একমাত্র চিন্তা পাওয়ার প্লে বোলিং। ২৪ কোটি ৭৫ লক্ষ টাকার পেসার ২ ম্যাচে ৮ ওভারে একশো রান দিয়েছেন। কোনও উইকেট পাননি। নিয়মিতভাবে পাওয়ার প্লে-তে কেকেআরের বিরুদ্ধে ঝড় তুলছে বিপক্ষ দল। এখনও পর্যন্ত পাওয়ার প্লে-র ৬ ওভারে সবচেয়ে বেশি, ওভার প্রতি ১০.৭৫ রান করে খরচ করেছে কেকেআর। বুধবার কি ঘুরে দাঁড়াতে পারবেন কেকেআরের সবচেয়ে দামি ক্রিকেটার?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


 

 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.