মুম্বই: আইপিএল শুরু হতে চলেছে আর কয়েকদিন পরেই। মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে ফের ভক্তদের উন্মাদনা দেখতে পাওয়া যাবে। ৪২ পেরিয়েও এখনও যে সমানভাবে প্রাসঙ্গিক প্রাক্তন ভারত অধিনায়ক, তা বলাই বাহুল্য। কিন্তু কতদিন খেলবেন আর ধোনি? ২০২৪ মরশুমেই কি শেষবারের মত দেখা যাবে ক্যাপ্টেন কুলকে মাঠে? ধোনির একসময়ের সতীর্থ ও জাতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান অবশ্য মনে করেন ধোনির এখনও অনেক কিছু দেওয়ার আছে।


এক সাক্ষাৎকারে পাঠান বলেন, "এক মাস আগে এম এসের সঙ্গে দেখা হয়েছিল। এখনও ও ভীষণ ফিট। নিজের চুল বাড়িয়েছে ও। পুরনো দিনে ফিরে যেতে চাইছে। একজন চল্লিশ পেরনো মানুষের মধ্যে এখনও সেই আগের মতই ফিটনেস। আমি কখনওই মনে করি না যে ২০২৪ ওর শেষ আইপিএল মরশুম।"


একমাত্র প্লেয়ার হিসেবে আইপিএলে ২৫০ ম্যাচ খেলেছেন ধোনি। সেই প্রসঙ্গ টেনে পাঠান বলছেন, "ও যদি এক পায়েও খেলে, তবুও মানুষ ওকে দেখতে চাইবে। এটাই ধোনি। সিএসকে মানেই ধোনি। ওকে ছাড়া এই দলটা ভাবা যায় না।"


আসন্ন আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। নেটে নেমে এখনও স্বমহিমায় ব্যাটিং করছেন। কিন্তু অনুশীলনের সময় ধোনির ব্যাটে একটি লোগে দেখা গিয়েছে প্রাইম স্পোর্টসের। রাঁচিতে ধোনির পুরনো বন্ধু পরমজিৎ সিংহ রয়েছেন। যাঁরা ধোনি দ্য় আনটোল্ড স্টোরি ছবিটা দেখেছেন, তাঁরা পরমজিৎ সিংহের সম্পর্কে সবাই জেনেছেন। ঝাড়খণ্ডের রাঁচিতে একটি ছোট স্পোর্টস সাপ্লাই স্টোরের মালিক ছিলেন। যিনি মাহিকে তার প্রথম স্পোর্টস স্পন্সরশিপ পেতে সাহায্য করেছিলেন। ধোনি বরাবরই তাঁর বন্ধুর কাছে কৃতজ্ঞ ছিলেন। এবার সেই পুরনো বন্ধুর দোকানের লোগাে ব্যাটে লাগিয়েই অনুশীলনে নেমেছিলেন ধোনি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হয়েছে। যা চোখ এড়ায়নি অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেট কিপার ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টেরও। 


অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন গিলি এই মুহূর্তে। তাঁর সঙ্গে রয়েছেন মাইক হাসিও। যিনি আবার ধোনির সিএসকের তাঁর সতীর্থ ছিলেন একটা সময়। কথায় কথায় আইপিএলের প্রসঙ্গ উঠেছিল। হাসি বলেন, ''খুব সম্ভবত আমরা ১১ মার্চ ভারতে পা রাখব। আইপিএল শুরু হতে চলেছে। দুর্দান্ত একটা টুর্নামেন্ট। বিশ্বের সেরা প্লেয়াররা খেলতে নামবে। ভারতের সেরা প্লেয়ারদের দেখা যাবে টুর্নামেন্টে। আর সবচেয়ে বড় কথা এম এস ধোনিকেও দেখা যাবে। এটা সবার জন্য দারুণ একটা খবর।'' ঠিক তখনই পাশে বলা গিলক্রিস্ট বলেন, ''সম্প্রতি ধোনির অনুশীলনের ছবি দেখেছি। ওঁর ছোটবেলার বন্ধুর দোকানের লোগো লাগানো একটি ব্যাট ব্য়বহার করেছে ধোনি। হয়ত বন্ধু যাতে একটু লাভবান হন, তার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন ধোনি।''