মুম্বই: তিনি মাঠে থাকা মানেই দর্শক বিনোদনের পসরা। উইকেটের চারদিকে শট খেলতে পারেন বলে ভক্তরা তো তাঁর নামকরণই করে ফেলেছিলেন, মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি।


প্রত্যাবর্তন এ বি-র!


আইপিএলে (IPL) তাঁকে ঘিরে তুমুল উন্মাদনা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) হয়ে অবিশ্বাস্য সব ইনিংস রয়েছে। সেই এ বি ডিভিলিয়ার্স (AB de Villiers) কি আইপিএলে প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন? আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো দক্ষিণ আফ্রিকার তারকাকে নিয়ে বড় তথ্য ফাঁস করলেন বিরাট কোহলি। সেই কোহলি, আরসিবিতে যাঁর হরিহরআত্মা ছিলেন ডিভিলিয়ার্স।


বিরাট ইঙ্গিত


কোহলি ইঙ্গিত দিলেন, ফের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে ফিরতে চলেছেন এবি ডিভিলিয়ার্স। আরসিবি-র একটি চ্যাট শোয়ে কোহলি জানিয়েছেন, আগামী মরসুমে আবারও আরসিবি-তে ফিরবেন প্রোটিয়া তারকা। বিরাট দাবি করেছেন, ‘আমি ওর (ডি'ভিলিয়ার্স) অভাব ভীষণভাবে অনুভব করি। নিয়মিত ওর সঙ্গে কথা হয়। আমাকে প্রায়ই মেসেজ পাঠায়।’


কোহলি জানিয়েছেন, আপাতত পরিবার ও বন্ধুদের সঙ্গে আমেরিকায় গল্ফ প্রতিযোগিতা উপভোগ করছেন এবি। কোহলি যোগ করেছেন, ‘আমরা প্রত্যেকেই ওর সঙ্গে যোগাযোগ রাখি। এবি নিজেও আরসিবির প্রতিটা খেলা খুব মন দিয়ে দেখছে। আশা করছি, পরের মরসুমে কোনও এক নতুন ভূমিকায় ওকে দেখা যাবে।’



আইপিএলের ঠিক আগেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন ডিভিলিয়ার্স। এবারের টুর্নামেন্টে তাঁকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলতে দেখা যায়নি। কিন্তু ভবিষ্যতে তাঁর আরসিবি-তে ফেরার সম্ভাবনার কথা জানিয়ে দিলেন কোহলি।


ব্যাটার হিসাবেই কি আইপিএলে ফিরবেন এ বি? ভাঙেননি কোহলি। বিষয়টি হাল্কা করারও চেষ্টা করেন কোহলি। মজা করে বলেছেন, ‘আমি কি বড় রহস্য ফাঁস করে ফেললাম?’


যদিও ভক্তরা ফের আরসিবি (RCB) জার্সিতে এ বি-কে দেখার অপেক্ষা শুরু করে দিয়েছেন।


আরও পড়ুন: কেকেআরের কোচ এবার অঙ্ক কষবেন টিম ইন্ডিয়াকে হারাতে ?