মুম্বই: এগারো ম্যাচের শেষে ১০ পয়েন্ট। আইপিএল (IPL) পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে রয়েছেন ঋষভ পন্থরা (Rishabh Pant)। বুধবার সঞ্জু স্যামসনদের (Sanju Samson) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে ম্যাচ দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals)। প্লে অফের সম্ভাবনা উজ্জ্বল করতে হলে যে ম্যাচ জিততে হবে দিল্লিকে।


করোনা কাঁটা


আর সেই ম্যাচের আগে দিল্লি শিবির সবচেয়ে বেশি বিব্রত করোনা সংক্রমণ নিয়ে। টুর্নামেন্ট চলাকালীন দু'দুবার দিল্লি ক্যাপিটালস শিবিরে হানা দিয়েছে করোনা। পরিস্থিতি এমনই যে, চেন্নাই সুপার কিংস ম্যাচের আগে টিম মিটিংও করতে পারেননি ঋষভ পন্থরা। সিএসকে ম্যাচের আগে যে কথা জানিয়েছিলেন দিল্লির সহকারী কোচ জেমস হোপস।


চেন্নাইয়ের বিরুদ্ধে সেই ম্যাচ ৯১ রানে হেরেছিল দিল্লি। তবু ইতিবাচক বলতে, পয়েন্ট টেবিলে শেষ ৬ দলের মধ্যে সিএসকে ছাড়া দিল্লিই একমাত্র দল যাদের রান রেট পজিটিভ। রান রেটে নিকটতম প্রতিদ্বন্দ্বী পাঞ্জাব কিংস বা সানরাইজার্সকে পিছনে ফেলতে পারে দিল্লি।


হেটমায়ারের বদলি কে?


রাজস্থান সেই তুলনায় অনেক ভাল জায়গায়। তবে স্যামসনদের প্রধান সমস্যা শিমরন হেটমায়ারের বিকল্প খুঁজে পাওয়া। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় স্ত্রীর পাশে থাকতে গায়ানায় উড়ে গিয়েছেন হেটমায়ার। তাঁর পরিবর্ত হতে পারেন জিমি নিশাম ও রসি ভ্যান ডার দাসেনের মধ্যে কোনও একজন। তবে রয়্যালসের সবচেয়ে বড় ভরসা জস বাটলার। দুরন্ত ফর্মে রয়েছেন ইংরেজ তারকা। অরেঞ্জ ক্যাপ জেতার দৌড়ে বাকিদের ধরাছোঁয়ার বাইরে। তাঁর বিরুদ্ধে কুলদীপ যাদবের রেকর্ড ভাল নয়। আইপিএলে কুলদীপের ৩৩ বল খেলে ৫৪ রান করেছেন বাটলার। আউট হয়েছেন মাত্র একবার। বাটলারকে থামানো তাই অগ্নিপরীক্ষা হতে চলেছে দিল্লির বোলারদের।


অক্ষর পটেল আবার এই ম্যাচে এক নজিরের সামনে। আর এক উইকেট নিলেই আইপিএলে একশো উইকেট হয়ে যাবে দিল্লি ক্যাপিটালসের বাঁহাতি স্পিনারের।


আরও পড়ুন: প্র্যাক্টিসে ছক্কা মেরে নাচ রাসেলের, শুনতে হল খোঁচাও, দেখুন