চেন্নাই: বছরের পর বছর আইপিএল আসে, আর প্রতিবারই একটাই আলোচনা ঘুরেফিরে আসে। তা হল, এটাই কি মহেন্দ্র সিংহ ধোনির শেষ আইপিএল। কিন্তু গত ২-৩ বছর ধরে প্রত্যেকবারই সবাইকে ভুল প্রমাণিত করে ফের মাঠে নেমেছেন এমএসডি। এবার ধোনিকে থামার জন্য অনুরোধ করলেন তাঁরই প্রাক্তন সতীর্থ রবিন উথাপ্পা। সিএসকের জার্সিতে আর ধোনিকে দেখতে চাইছেন না তিনি।
নিলামের মধ্যে দিয়ে অনেক তরুণ ক্রিকেটারকে এবার সিএসকে দলে নিয়েছে। সঞ্জু স্যামসন যেমন রয়েছেন স্কোয়াড। তেমনই উইকেট কিপার ব্যাটার হিসেবে নিলাম থেকে সিএসকে দলে নিয়ে কার্তিক শর্মাকে। এই পরিস্থিতিতে জিও হটস্টারে দেওয়া সাক্ষাৎকারে উথাপ্পা বলছেন, ''আমার মনে হয় না হঠাৎ করে কোনও বদল হবে চেন্নাই শিবিরে ধোনির দায়িত্বে। কারণ দীর্ঘদিন ধরেই এই সিএসকে শিবির একটা ট্রাঞ্জিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে। রুতুরাজ গায়কোয়াড এখন নেতৃত্বভার সামলাচ্ছে দলের। এবারের নিলামের পর যদি সিএসকে শিবিরের দিকে একবার তাকানো যায়, তাহলে আমার মনে হয় ধোনির সরে যাওয়ার এটাই সেরা সময়।''
উল্লেখ্য, যদিও এখনও আইপিএল ২০২৬ শুরু হতে অনেক দেরি। কিন্তু তার অনেক আগেই চেন্নাই সুপার কিংস তাঁদের সোশ্যাল মিডিয়ায় স্যামসনের জার্সি নম্বর ঘোষণা করে দিয়েছে। রাজস্থান রয়্যালসের জার্সিতে ১১ নম্বর জার্সিতে খেলতেন স্যামসন। সেই নম্বরই চেন্নাই সুপার কিংসে গিয়েও পেয়ে গেলেন তারকা উইকেট কিপার ব্যাটার। যদিও দেশের জার্সিতে ওয়ান ডে ও টি-টোয়েন্টি ফর্ম্য়াটে কিন্তু ১১ নয়, ৯ নম্বর জার্সি পরে খেলতে নামেন স্য়ামসন।
চেন্নাই সুপার কিংসের জার্সিতে দীর্ঘদিন ধরে খেলছেন মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর নেতৃত্বেই পাঁচবার আইপিএল জিতেছে চেন্নাই সুপার কিংস। কিন্তু সঞ্জু স্যামসন এখন ট্রেডে সিএসকে শিবিরে যোগ দিয়েছেন। সেক্ষেত্রে তিনিও তো উইকেট কিপার ব্যাটার। তাহলে কি ধোনির উপস্থিতিতে স্যামসন কি সুযোগ পাবেন একাদশে? প্রখ্যাত সাংবাদিক বিমল কুমারের সঙ্গে এক সাক্ষাৎকারে রবিচন্দ্রন অশ্বিন জানিয়েছেন, ''চেন্নাই সুপার কিংস স্যামসনকে উইকেট কিপার ব্যাটার হিসেবে ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে মহেন্দ্র সিংহ ধোনিকে ইম্প্যাক্ট ব্যাটার হিসেবে খেলানো যেতে পারে।''
চেন্নাই সুপার কিংস কার্তিক শর্মাকে নিয়েছে নিলাম থেকে। ১৯ বছরের এই রাজস্থান ব্যাটার ছক্কা হাঁকাতে ওস্তাদ। মুস্তাকেও দারুণ পারফর্ম করেছেন। তবে ব্যাক আপ হিসেবেই তিনি খেলবেন, এটা নিশ্চিত।