অ্যাডিলেড: তাঁকে নিয়েই যাবতীয় আলোচনা ছিল। নিলামের টেবিলে সবচেয়ে বেশি দর উঠেছিল তাঁরই। বিদেশি ক্রিকেটারদের মধ্যে এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দাম পেয়েছেন। ২৫ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে ক্যামেরন গ্রিনকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু নিলামে রেকর্ড গড়ার পরের দিনই ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হলেন অজি অলরাউন্ডার। অ্যাশেজের তৃতীয় ম্য়াচে ব্যাটিং করতে নেমে খাতা খোলার আগেই প্যাভিলিন ফিরে যান গ্রিন।

Continues below advertisement

এই মুহূর্তে অ্য়াশেজে খেলছেন ক্যামেরন গ্রিন। অ্য়াডিলেড ওভালে অস্ট্রেলিয়া ইংল্য়ান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছে। সেই ম্য়াচেই প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছিল অস্ট্রেলিয়া। প্রথম দিনের শেষে ৮ উইকেট হারিয়ে ৩২৬ রান বোর্ডে তুলেছে অস্ট্রেলিয়া। কিন্তু গ্রিনের ব্যাট থেকে কোনও রানই আসেনি। জোফ্রা আর্চারের বলে আউট হয়ে যান তিনি। ২ বল মাত্র স্থায়ী হয় গ্রিনের ইনিংস। 

Continues below advertisement

এদিকে, আইপিএলে কেকেআরে আসার পর কলকাতার সমর্থকদের জন্য বিশেষ বার্তা দিলেন অজি অলরাউন্ডারঅজি তারকা নিজের সোশ্য়াল মিডিয়ায় জানিয়েছেন, ''কেকেআরের জার্সিতে আগামী আইপিএলে মরশুমে খেলার জন্য উত্তেজিত আমি। ইডেন গার্ডেন্সে নামার জন্য মুখিয়ে রয়েছি। আশা করি আগামী আইপিএল মরশুমটা আমাদের জন্য দারুণ অভিজ্ঞতা হবে। আমি কেকেআর!''

উল্লেখ্য, ২০২৪ মরশুমে অস্ট্রেলিয়ার পেস তারকা মিচেল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় দলে নেয় শাহরুখের ফ্র্যাঞ্চাইজি। ২০২৫ মরশুমে গত বার এই দলের সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন বেঙ্কটেশ আইয়ার। তিনি পেয়েছিলেন ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা। তবে এবার সব রেকর্ডই ভেঙে গিয়েছেগ্রিনকে নিতে ২৫ কোটি ২০ লক্ষ খরচ করেছে নাইট শিবির। এবার সবাইকে টেক্কা দিয়েছেন ক্যামেরন গ্রিনআইপিএলে খেলার খুব বেশি অভিজ্ঞতা নেই গ্রিনের। ২০২৩, ২০২৪ সালে আইপিএলে খেলেছিলেন অজি অলরাউন্ডার। প্রথম মরশুমে মুম্বইয়ের জার্সিতে খেলেছিলেন আইপিএলে। গত মরশুমে খেলেছেন আরসিবিতে। মোট ৭০৭ রান ও ঝুলিতে পুরেছেন ১৬ উইকেট

গ্রিন কুড়ির ফর্ম্য়াটে আইপিএলে এখনও পর্যন্ত একটি মাত্র শতরান হাঁকিয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সেই মরশুমে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শতরান হাঁকিয়েছিলেন। কিন্তু দেশের জার্সিতে ও বিগ ব্যাশে দারুণ পারফর্ম করেছেন। বল হাতে দুটো মরশুমেই অবশ্য যখনই সুযোগ পেয়েছেন তখনই উইকেট তুলে নিয়েছেন। কেকেআরের জার্সিতে ট্রাম্প কার্ড হতে পারেন ক্যামেরন গ্রিন।