নয়াদিল্লি: দেশের করোনা যুদ্ধে তিনি আগেই সামিল হয়েছিলেন। শনিবার ফের একবার দেখা গেল শিখর ধবনের মানবিক মুখ। এবার তিনি গুরুগ্রামের পুলিশকে অক্সিজেন কনসেনট্রেটর দান করলেন।
শনিবার গুরুগ্রামের পুলিশের হাতে অক্সিজেন কনসেনট্রেটর তুলে দিলেন দিল্লির বাঁহাতি ওপেনার। ভারতের কোভিড যুদ্ধে সামিল হলেন তিনিও। ট্যুইট করে নিজেই সেই কথা জানালেন ধবন। গুরুগ্রাম পুলিশের ট্যুইটার হ্যান্ডলে দেখা যায়, ধবনকে ধন্যবাদ জানানো হয়েছে। সেই সঙ্গে পোস্ট করা হয় অক্সিজেন কনসেনট্রেটরের ছবিও। সেই ট্যুইটটি পরে ধবন রিট্যুইট করে লেখেন, ‘আতিমারির এই পরিস্থিতিতে যারা আমাদের পাশে রয়েছে, তাদের পাশে দাঁড়াতে পেরে ভাল লাগছে। সাহায্য করার জন্য আমি সব সময় তৈরি। এই অতিমারির সময় থেকে বেরিয়ে আসবে ভারত’।
এর আগে আইপিএল চলাকালীন দিল্লি ক্যাপিটালস দলের অভিজ্ঞ ওপেনার শিখর অক্সিজেন সিলিন্ডার এবং কনসেনট্রেটর কেনার জন্য একটি সংগঠনকে ২০ লক্ষ টাকা আর্থিক অনুদান দিয়েছিলেন। পাশাপাশি ম্যাচ ফি-র একটা অংশও দান করার সিদ্ধান্ত নিয়েছেন। হাসপাতালগুলিতে অক্সিজেনের চূড়ান্ত সংকট দেখা দিয়েছে। ইতিমধ্যেই ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। কিংবদন্তি সচিন তেন্ডুলকরও 'অক্সিজেন ইন্ডিয়া' নামের একটি বেসরকারি সংস্থাকে এক কোটি টাকা অনুদান দিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, "আমরা এখন একটা দুঃসময়ের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি। এই সময় সব চেয়ে বেশি দরকার একে অপরের পাশে দাঁড়ানো।" শনিবার পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতাল ও স্বেচ্ছাসেবী সংগঠনে ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর দান করেছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন ধবন। তাঁর দলের অমিত মিশ্র করোনা আক্রান্ত হয়েছিলেন। একাধিক ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ার কারণে আইপিএল স্থগিত করে দেওয়া হয়। ৮ ম্যাচে ৩৮০ রান করে রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে ছিলেন ধবন। আইপিএল থেকে ফিরেই করোনার টিকা নিয়েছিলেন ধবন। সেই সঙ্গে সকলকে অনুরোধ করেছিলেন, যত দ্রুত সম্ভব টিকা নিতে। তাতেই অতিমারিকে রুখে দেওয়া সম্ভব।