মুম্বই: ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে আগের ম্যাচে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) পরস্পরের মুখোমুখি হয়েছিল। সেই ম্য়াচে ব্যাটারদের সুবিধে পেতে দেখা গিয়েছিল। সে কথা ভেবেই পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাত (Gujrat Titans) অধিনায়ক হার্দিক পাণ্ড্য। ম্যাচের দ্বিতীয় ওভারেই কাগিসো রাবাডার এক ওভারে ১৩ রান তুলেও ফেলেছিলেন গুজরাতের ২ ওপেনার। কিন্তু সেই রাবাডাই সংহার মূর্তি ধারণ করলেন নিজের দ্বিতীয় ওভার থেকে। একে একে তুলে নিলেন চার চারটে উইকেট। গুজরাতের শক্তিশালী মিডল অর্ডারে প্রধান বাধা হয়ে দাঁড়ালেন প্রোটিয়া পেসার। তবে লোয়ার অর্ডার কিছুটা লড়াই করায় গুজরাত শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে বোর্ডে ১৪৩ রান তুলে নিল গুজরাত টাইটান্স।


একাই ৪ উইকেট নিলেন রাবাডা


গুজরাত টাইটান্স প্রথমে ব্যাটিং নিয়েছিল। ওপেনে ঋদ্ধিমান ও শুভমন গিল নেমেছিলেন এদিন। গিল এদিনও রান পেলেন না। ভাগ্য সহায় হল না তরুণ ওপেনারের। রান আউট হয়ে ফিরলেন ইনিংসের তৃতীয় ওভারেই। যদিও ঋদ্ধি ছিলেন মারমুখি মেজাজে। রাবাডার দ্বিতীয় ওভারে পরপর ২ টো বাউন্ডারি হাঁকিয়েছিলেন। কিন্তু প্রোটিয়া পেসারের বলেই ময়ঙ্ক অগ্রবালের বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন। অধিনায়ক হার্দিক পাণ্ড্যও মাত্র ১ রান করে ঋষি ধবনের বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন। মিডল অর্ডারে মিলার, তেওয়াটিয়া ও রশিদ খান পরপর ফিরে গেলেন। তবে এদিন ৫০ বলে অপরাজিত ৬৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন সাই সুদর্শন। 


পাঞ্জাবের বোলারদের মধ্যে রাবাডা ৪ ওভারে বল করে ৩৩ রান করে ৪টি করে উইকেট পান। এছাড়া একটি করে উইকেট পান অর্শদীপ, ঋষি ধবন, লিভিংস্টোন। এখনও পর্যন্ত মাত্র ১টি ম্যাচই এবারের টুর্নামেন্টে হেরেছে গুজরাত টাইটান্স। তারা পয়েন্ট টেবিলে রয়েছে শীর্ষে। পাঞ্জাব পয়েন্ট টেবিলে আট নম্বরে রয়েছে। প্লে অফের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে পাঞ্জাবকে।