মুম্বই: এবারের আইপিএল-এর (IPL 2022) প্লে অফ ম্যাচগুলি যে কলকাতার (Kolkata) ইডেন গার্ডেন্স (Eden Gardens)এবং আমদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) হবে, সেটা আগেই জানা গিয়েছিল। আজ এই বিষয়টি নিশ্চিত করলেন বিসিসিআই সচিব জয় শাহ (BCCI Secraetary Jay Shah)। তিনি আরও জানিয়েছেন, ২৯ মে আইপিএল ফাইনাল হবে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।


আইপিএল কোয়ালিফায়ার ইডেনে


আজ সংবাদসংস্থা এএনআই-কে বিসিসিআই সচিব জানিয়েছেন, ‘আইপিএল ২০২২-এর প্লে অফ ম্যাচগুলি হবে আমদাবাদ ও কলকাতায়। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২৭ মে কোয়ালিফায়ার ২ এবং ২৯ মে মেগা ফাইনাল হবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ২৪ ও ২৫ মে কোয়ালিফায়ার ও এলিমিনেটর হবে ইডেন গার্ডেন্সে।’


মহিলাদের টি-২০ চ্যালেঞ্জ


বিসিসিআই সচিব আরও জানিয়েছেন, ‘এ বছর থেকে ফের শুরু হবে মহিলাদের টি-২০ চ্যালেঞ্জ প্রতিযোগিতা। পুণেতে চতুর্থ টি-২০ চ্যালেঞ্জ অনুষ্ঠিত হবে। ২৩ মে থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। ফাইনাল ২৮ মে।’


আইপিএল ২০২২


আগামী ২২ মে পর্যন্ত আইপিএল-এর লিগ পর্যায়ের ম্যাচ হবে। এরপর আইপিএল-এর প্লে-অফ শুরু ২৪ মে। সূত্রের খবর, কলকাতাতে হবে সেই ম্যাচ। পরের ম্যাচ কলকাতায় ২৬ মে। আইপিএল-এর ফাইনাল হবে ২৯ মে। আমদাবাদে হবে সেই ম্যাচ। ইডেনে ১০০ শতাংশ দর্শক থাকবেন বলেও জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।


আইপিএলে করোনার প্রভাব


এবারের আইপিএল-এও করোনার থাবা থেকে বাঁচানো যায়নি আইপিএলকে। দিল্লি ক্যাপিটালসের ফিজিও প্যাট্রিক ফারহার্ট প্রথম আক্রান্ত হয়েছিলেন। এরপর দলের দুই তারকা ক্রিকেটার মিচেল মার্শ ও টিম সেইফার্টও আক্রান্ত হয়েছিলেন। তবে এখনও পর্যন্ত আর কারও খবর পাওয়া যায়নি আক্রান্ত হওয়ার। সবকটি লিগ ম্যাচ নির্ধারিত সময় অনুযায়ীই হচ্ছে। মুম্বইয়ে দিল্লি শিবিরে করোনা ছড়িয়ে পড়লেও, সেটা এখন নিয়ন্ত্রণে। পরিস্থিতি হাতের বাইরে যায়নি। তাই বিসিসিআই সভাপতি নিশ্চিত, কলকাতা ও আমদাবাদে প্রয়োজনীয় বায়ো বাবল তৈরি করে প্লে-অফ ম্যাচ করতে অসুবিধা হওয়ার কথা নয়। লিগ পর্বে পঞ্চাশ শতাংশ দর্শক অনুমতি দেওয়া হলেও, প্লে অফে ১০০ শতাংশ দর্শক মাঠে ঢুকতে পারবেন।