নভি মুম্বই : সিনিয়র মহম্মহ শামির ( Mohammed Shami) ফিল্ডিং নিয়ে হতাশাপ্রকাশ। চিৎকার করে উঠলেন মাঠে। আর হার্দিক পাণ্ড্য-র (Hardik Pandya) এহেন আচরণে অসন্তুষ্ট একাংশ ভক্ত। তার আঁচও পড়ল সোশ্যাল মিডিয়ায়। গতকাল ৫ বল বাকি থাকতেই গুজরাত টাইটানসের (Gujarat Titans) বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।


ইনিংসের ১৩তম ওভারে নিজের সেকেন্ড স্পেলে ফিরে আসেন গুজরাত টাইটানসের অধিনায়ক পাণ্ড্য। সেই ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে তাঁকে পর পর ছক্কা মারেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। এরপর অবশ্য উইলিয়ামসনের পার্টনার রাহুল ত্রিপাঠীকে ফিরিয়ে দেওয়ার সুযোগ আসে গুজরাত টাইটানসের  কাছে। হার্দিকের ওভারের শেষ বলে আপার কাট মারেন রাহুল। যা ডিপ থার্ড ম্যানের দিকে উড়ে যায়। ওই জায়গায় দাঁড়িয়ে ছিলেন মহম্মদ শামি। সামনের দিকে দৌড়ে এলে ক্যাচটা হয়তো ধরেও ফেলতেন শামি। কিন্তু, দৌড়ে না এসে যেখানে ছিলেন, সেখানেই দাঁড়িয়ে থাকেন শামি। উপরন্তু, বলটি ধরার জন্য কয়েক কদম পিছিয়ে যান। আর এতেই খাপ্পা হয়ে ওঠেন হার্দিক। শামির ফিল্ডিং দেখে চিৎকার করে ওঠেন তিনি।


কিন্তু, অল-রাউন্ডারের এহেন আচরণ মেনে নিতে পারেননি ফ্যানেরা। অনেকেই ট্যুইটারে সরব হন। কেউ কেউ লেখেন, কোনও দলের অধিনায়ক হওয়ার যোগ্যতা নেই হার্দিকের। কেউ কেউ লেখেন, বিশ্বাসই হচ্ছে না হার্দিক পাণ্ড্য একজন সিনিয়র খেলোয়াড়কে অপমান করলেন !


আরও পড়ুন ; ব্যর্থ হার্দিকের লড়াই, ৮ উইকেটে জয়ী উইলিয়ামসনরা


প্রথমবার আইপিএলে (IPL) নেমে জয়ের হ্যাটট্রিক গড়েছিলেন হার্দিক পাণ্ড্যরা (Hardik Pandya)। টানা তিন ম্যাচে জিতেছিল দল। কিন্তু গুজরাত টাইটান্সের (GT) জয়ের অশ্বমেধ সোমবার হ্যাঁচকা টানে থামিয়ে দিল সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। ৮ উইকেটে হার্দিকদের হারিয়ে দিলেন কেন উইলিয়ামসনরা (Kane Williamson)। ৫ বল বাকি থাকতে গুজরাত টাইটান্সের ১৬২/৭ স্কোর পেরিয়ে ১৬৮/২ তুলে নেয় হায়দরাবাদ।